Raiganj Political News: বহিরাগত প্রার্থী নয়, পড়ল পোস্টার!

Raiganj Political News: বহিরাগত প্রার্থী নয়, পড়ল পোস্টার!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 31, 2023 | 4:47 PM

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বহিরাগত প্রার্থী নয়, ভূমিপুত্র কিংবা ভূমিপুত্রি প্রার্থী চাই - এমন দাবিতে রায়গঞ্জে পড়লো পোস্টার। যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বহিরাগত প্রার্থী নয়, ভূমিপুত্র কিংবা ভূমিপুত্রি প্রার্থী চাই – এমন দাবিতে রায়গঞ্জে পড়লো পোস্টার। যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। কিন্তু কে দিল এই পোস্টার তা স্পষ্ট নয়। তবে সাধারণ মানুষের অধিকাংশ এই দাবীকে মান্যতা দিচ্ছেন। আবার বিক্ষুব্ধ বিজেপির লোকেরা এই পোস্টার দিয়েছে বলে বাম-কংগ্রেসের দাবী। যদিও অন্তর্দ্বন্দ মানতে নারাজ পদ্ম শিবির। তবে এই পোস্টারের দাবীকে হাতিয়ার করে ফায়দা নেওয়ার চেষ্টা তৃনমুলের। তবে কি এবারের লোকসভা নির্বাচনে দলীয় নীতি,আদর্শের চাইতে স্থানীয় প্রার্থী ইস্যু হতে চলেছে রায়গঞ্জে? এখন এই প্রশ্নের আধারেই এই পোস্টার এখন রাজনৈতিক চর্চার কেন্দ্রে। লোকসভা নির্বাচন আর কয়েকমাস বাকি। তবে প্রত্যেক রাজনৈতিক দলই আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্ততি শুরু করে দিয়েছে। তারমাঝেই , রায়গঞ্জ লোকসভায় ভূমি পুত্র কিংবা পুত্রি দের প্রার্থী করতে হবে এই দাবীতে পোস্টার পড়ায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রায়গঞ্জে। যেখানে নাগরিকবৃন্দের নাম করে পোস্টার দেওয়া হয়েছে। যাতে লেখা রয়েছে “আর নয় বঞ্চনা। ৫ নং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আগামী নির্বাচনে বহিরাগত প্রার্থী নয়,ভূমিপুত্র/পুত্রিদের প্রার্থী করতে হবে। প্রচারে উত্তর দিনাজপুর জেলা নাগরিক বৃন্দ” যদিও এই পোস্টার কে বা কারা লাগিয়েছে তা স্পষ্ট নয়। কিন্তু রায়গঞ্জের অধিকাংশ সাধারণ নাগরিক এই পোস্টারের বিষয়বস্তুকে সমর্থন জানিয়ে স্থানীয় প্রার্থীদের পক্ষেই মত দিয়েছেন। তাদের দাবী, প্রিয়রঞ্জন দাসমুন্সীর পর দীপা দাশমুন্সী, মহ সেলিম এবং বর্তমানে দেবশ্রী চৌধুরী প্রত্যেকেই ভিন জেলার বাসিন্দা। উত্তর দিনাজপুরের বাসিন্দা কেউ সাংসদ হলে এই জেলার চাহিদা অনুযায়ী কাজ করতে পারতেন বা জেলার মানুষও তাকে অনায়াসেই হাতের নাগালে পেতেন। অন্যদিকে এই পোস্টার একদল বিক্ষুব্ধ বিজেপির লাগানো বলে দাবি করছে সিপিএম ও কংগ্রেস। তবে তৃণমূলের দাবি, এই পোস্টার মানুষের ক্ষোভের বহিপ্রকাশ। বিগত লোকসভায় জিততে না পারলেও তৃণমূল কংগ্রেসই একমাত্র ভূমিপুত্রকেই প্রার্থী করেছিল বলে দাবী তৃনমুলের। অন্যদিকে বিক্ষুদ্ধ বিজেপি গোষ্ঠী এই পোস্টারকে সমর্থন জানিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে। তাদের দাবী, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভূমিপুত্র কেউ হলে সেই লোকসভা কেন্দ্রের উন্নয়ন আরও বেশি সম্ভব।এই লোকসভায় বিহারগত প্রার্থী দেবশ্রী চৌধুরী ভোটে জিতে প্রতিশ্রুতি মত কোনো কাজই করেননি বলেই দাবী তাদের। তাই এবারের লোকসভায় এই পোস্টারকে সমর্থন করে ভূমিপুত্রের দাবিতেই সড়ব হয়েছেন তারা। আর এই সমস্ত কিছু ব্যাপারে বিজেপি অবশ্য দলে গোষ্ঠী কোন্দলের ব্যাপার নেই বলেই দাবী করেছে। মানুষ বিজেপিকে দেখে দেবশ্রী চৌধুরীকে ভোট দিয়েছে লোকসভা ভোটে। জেলায় সাংসদ হিসেবে দেবশ্রী চৌধুরী যথেষ্ট আটকে থাকা কাজ করেছেন। তবে সবাইকে তো সন্তুষ্ট করা যায় না! কারোর ক্ষোভ থাকতে পারে, হয়ত তারাই এই পোস্টার দিয়েছে বলে বিজেপির দাবী। তবে লোকসভা নির্বাচন আসতে কয়েকমাস দেরি থাকলেও এই পোস্টার যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে নির্বাচনের ঢাক বাজিয়ে দিল তা এই পোস্টার নিয়ে চর্চাই জানান দিচ্ছে।