Spinal Cord Operation: স্পাইনাল কর্ডের অপারেশনে রোগীকে আর অজ্ঞান করতে হবে না…

Ashad Mallick

Ashad Mallick |

Updated on: Feb 19, 2023 | 2:43 PM

Spinal Cord: কীভাবে এই অপারেশন করতে হবে তার একটা লাইভ ওয়ার্কশপ আয়োজন করা হয়েছিল হাসপাতালেই। ২৫ জন চিকিৎসক যোগ দেন।

স্পাইনাল কর্ডের মতো অপারেশন করতে গেলেও এখন রোগীকে আর অজ্ঞান করতে হবে না। স্নায়ু রোগের এমনই অত্যাধুনিক শল্য চিকিৎসা নিয়ে এসেছে ইন্ডিয়ান নিউরোসায়েন্স। কীভাবে এই অপারেশন করতে হবে তার একটা লাইভ ওয়ার্কশপ আয়োজন করা হয়েছিল হাসপাতালেই। ২৫ জন চিকিৎসক যোগ দেন। যেসব সরঞ্জাম ব্যবহার করা হয় তারও একটা প্রদর্শনীর ব্যবস্থা ছিল। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অপারেশন করেছেন যিনি সেই ডঃ করিম ম্যাক্সিম চালালিও উপস্থিত ছিলেন এই ওয়ার্কশপে। মাত্র ৮ মিলিমিটার কেটেই হবে অপারেশন। এমনকি সঙ্গে সঙ্গে ছাড়াও পেয়ে যেতে পারেন রোগী।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla