Srabanti Chatterjee, RG Kar Protest: বিচার চাইতে অন্য রাজ্যে শ্রাবন্তী, অভিমান নুসরতের!

Srabanti Chatterjee, RG Kar Protest: বিচার চাইতে অন্য রাজ্যে শ্রাবন্তী, অভিমান নুসরতের!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 10, 2024 | 12:20 AM

ন্যায় বিচার চাইতে পথে নেমেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার শান্তির খোঁজে রাজস্থানে ছুটলেন নায়িকা। সঙ্গে গেলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। বেশ কিছু ছবি পোস্ট করেছেন নায়িকা নিজের ইনস্টাগ্রামে। পোস্ট করে অভিনেত্রী লেখেন শান্তির খোঁজে। ন্যায় বিচারের প্রার্থনা।

কোথায় গেলেন শ্রাবন্তী

ন্যায় বিচার চাইতে পথে নেমেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার শান্তির খোঁজে রাজস্থানে ছুটলেন নায়িকা। সঙ্গে গেলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। বেশ কিছু ছবি পোস্ট করেছেন নায়িকা নিজের ইনস্টাগ্রামে। পোস্ট করে অভিনেত্রী লেখেন শান্তির খোঁজে। ন্যায় বিচারের প্রার্থনা।

রেগে গেলেন মিমি

রেগে আগুন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি মাঝে মাঝেই নানা পোস্ট করতে থাকেন ইনস্টাগ্রামে। এবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো পোস্ট করলেন মিমি। যেখানে দেখা যাচ্ছে তাঁর জামা ফুটো হয়ে গিয়েছে। আর সেই ছেঁড়া জামা নিয়েই নিজের পোষ্যদের পিছনে ছুটছেন নায়িকা। চিকু এবং জাদুও ভয় পেয়েছে এগিয়ে যাচ্ছে।

কী খেলেন দীপিকার মা-বাবা

রবিবার ভূমিষ্ঠ হয়েছে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের একমাত্র মেয়ে। এরই মাঝে ভাইরাল নায়িকার মা-বাবার একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে নায়িকার বাবা প্রকাশ পাড়ুকোন এবং মা উজ্জ্বলা পাড়ুকোন খেতে গিয়েছেন। তবে সেটা এক সপ্তাহ আগের ভিডিয়ো। কিন্তু অনেকেই ভেবে নিয়েছেন নাতনি হওয়ার আনন্দে ধোসা খেতে গিয়েছেন তাঁরা।

ফিরছেন মৌসুমী

বহুদিন পর বাংলা ছবি করতে রাজি হয়েছেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। কেন এই ছবি করার কথা ভাবলেন! TV9 বাংলার প্রশ্নে মৌসুমী বলছেন, ‘ছবিটার নাম ‌’আড়ি’। নামটা আমার খুব পছন্দ হয়েছে, ছবিটার যে বার্তা সেটা ভাল লেগেছে। চরিত্রটা মন দিয়ে শুনেছি। আমার সঙ্গে মানানসই। তাই মনে হল, একটা বাংলা ছবি করি।’

নজর কাড়লেন সলমন
প্রতিবছরই বোন অর্পিতার বাড়ির গণেশ পুজোয় হাজির থাকেন সলমন খান। এবারও তার ব্যতিক্রম হল না।কোমড়ে ব্যথা নিয়েই গণপতি বিসর্জনে বাজালের ঢোল, নাচলেনও। মুহূর্তে ভাইরাল ভিডিয়ো।

ওটিটিতে সৌমিতৃষা

সৌমিতৃষা কুণ্ডুকে দেখা যাবে ‘নিখোঁজ’ খ্যাত পরিচালক অয়ন চক্রবর্তীর আগামী সিরিজে। স্বস্তিকা মুখোপাধ্যায়-টোটা রায়চৌধুরী অভিনীত নিঁখোজ সিরিজের পর অয়নের নতুন প্রোজেক্ট ‘কালরাত্রি’। এই থ্রিলার সিরিজেই দেখা যাবে সৌমিতৃষাকে।

অকপট অঙ্কুশ
আরজি কর-কাণ্ডের বর্তমান অবস্থান নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন অঙ্কুশ হাজরা। আরজি করের নির্যাতিতার মা-বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, একমাত্র মেয়েকে হারিয়েছেন। কিন্তু এই আন্দোলনে তাঁরা হাজার হাজার ছেলেমেয়ে পেয়েছেন। তাঁদের এই ভাবনা যেন অক্ষত থাকে। সমাজমাধ্যমের পোস্টে এই কামনা করলেন অঙ্কুশ।

‘বিয়ে হওয়া অসম্ভব’
৫৮-তে পা দিয়েও আইবুড়ো সলমন খান! কবে বিয়ে করবেন সলমন, বছরের পর বছর এ প্রশ্ন করে যাচ্ছেন চিবিশিকারিরা। তবে, এখন হয়তো এই প্রশ্ন করা আগের তুলনায় কমিয়ে দেবেন তাঁরা। অভিনেতার বিয়ে হওয়া বেশ মুশকিল বলেই জানালেন এক জ্যোতিষী।
সামান্থার জবাব
সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে যান সামান্থা। তার পর থেকেই একটাই রব নেটপাড়ায়, অসুস্থ সামান্থা! এ বার তাঁদের উদ্দেশে পাল্টা জবাব দিলেন অভিনেত্রী! নিজের শরীরচর্চার ছবি দিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে লেখেন, ‘‘আর যদি কেউ অসুস্থ বল। মনে রাখবে সকলেই, পিছনে আঘাত করতে পারি আমি।” আসলে গত কয়েক দিন যে ভাবে ট্রোল করা হয়েছে তাঁকে, যেন তার পাল্টা জবাব দিলেন সামান্থা।