Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Srijit Mukherji News: মহিলা পাইথনের নাম কী রাখলেন?

Srijit Mukherji News: মহিলা পাইথনের নাম কী রাখলেন?

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Feb 23, 2024 | 10:24 PM

Tollywood News: আগে এক কচ্ছপ পুষেছিলেন বাড়িতে। এবার এক্কেবারে সাপ নিয়ে চলে এলেন। যে সে সাপ নয়, পাইথন। মহিলা সাপ এবং সেটি একটি পাইথন। নাম দিয়েছেন উলুপি। পোষ্যকে নিয়ে দারুণ আনন্দে আছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। জানিয়েছেন, বাড়িতে পাইথন পোষার সব অনুমতি নিয়ে নিয়েছেন। কাগজপত্র সবই রয়েছে সঙ্গে।

কটাক্ষে আমির
কিছুদিন আগেই সকলকে কাঁদিয়ে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন ‘দঙ্গল’ গার্ল সুহানি ভটনাগর। ফরিদাবাদে এবার তাঁরই বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন আমির খান। প্রয়াত নায়িকার ছবির সামনে দাঁড়িয়ে হাসি মুখে তুললেন ছবি। আর তাতেই ট্রোলের বন্যা। নেটিজ়েনরা সরাসরি আমির খানকে প্রশ্ন করে বসলেন, হাসছেন কেন?

এ কী বললেন জয়া?
জয়া বচ্চন বরাবর সোজাসাপ্টা কথা বলতেই পছন্দ করেন। খুব একটা রাখঢাক না-করায় তাঁকে কটাক্ষের শিকারও হতে হয় বহুবার। এবার সেই সেলেবের মুখেই প্রেমের উপদেশ। কোন মেয়েদের বোকা বলে বসলেন বচ্চন মালকিন? জয়ার কথায়, “ডেট-এ গিয়ে যাঁরা নিজেরা বিল দেব বলে এগিয়ে যান, তাঁরা বোকা।”

কেন সদা তরুণ অনিল কাপুর?
তিনি তরুণ, ৬৭ বছর বয়স। দাদু হয়ে গিয়েছেন। এ হেন অনিল কাপুরের তারুণ্যের রহস্য উদ্ঘাটন করলেন তাঁরই কন্য়া অভিনেত্রী সোনম কাপুর। বাবার সৌন্দর্যের রহস্য সম্পর্কে খোলামেলা কথা বললেন সোনম। জানালেন, কীভাবে তাঁর বাবা নিজের তারুণ্য ধরে রাখেন। বলেছেন যে, তাঁর বাবা অনিল কাপুরের ২টো বদ অভ্যাস নেই। কী সেই বদ অভ্যাস? সোনম এক সাম্প্রতিকতম সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর বাবা ধূমপান করেন না, এমনকী মদ্যপানও করেন না।

জমি কিনলেন সুহানা?
সুহানা খানের ডেবিউ ছবি, ‘দ্য আর্চিজ়’ মুক্তির পরই একের পর এক সম্পত্তি কিনছেন শাহরুখ-কন্যা। বলিউডে তাঁর বয়স মাত্র কয়েক মাস। কিন্তু বাবার মতোই ব্যবসায়িক বুদ্ধিও রয়েছে সুহানার। তাই তো বিরাট টাকা খরচ করে জমি কিনলেন সুহানা। গত বছরও আলিবাগে কৃষিজমি কিনেছিলেন তিনি, এবার মহারাষ্ট্রের আলিবাগের থল গ্রামে চাষের জমি কিনলেন।

পাইথন পুষলেন সৃজিত
আগে এক কচ্ছপ পুষেছিলেন বাড়িতে। এবার এক্কেবারে সাপ নিয়ে চলে এলেন। যে সে সাপ নয়, পাইথন। মহিলা সাপ এবং সেটি একটি পাইথন। নাম দিয়েছেন উলুপি। পোষ্যকে নিয়ে দারুণ আনন্দে আছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। জানিয়েছেন, বাড়িতে পাইথন পোষার সব অনুমতি নিয়ে নিয়েছেন। কাগজপত্র সবই রয়েছে সঙ্গে।

জীবনে কার সঙ্গে শেষ ছবিটা করবেন মাধবী?
কেরিয়ারের শেষ ছবিটা কার সঙ্গে করতে চান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, জানিয়েছেন নিজের মুখেই। সেই ব্যক্তি আর কেউ নন, বুম্বাদা—প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিতের প্রথম অভিনয় মাধবীর সঙ্গেই, হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিক ‘ছোট্ট জিজ্ঞাসা’ ছবিতে। সেই কারণেই তাঁর কেরিয়ারের শেষ ছবিটা প্রসেনজিতের সঙ্গে করতে চেয়েছেন মাধবী।

বিয়ের প্রস্তাব পেলেন শ্রাবন্তী?
বসন্তের বৃষ্টিতে ভিজে ভিডিয়ো শেয়ার করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কমেন্ট বক্সে ভক্তদের লাইন। নানা মন্তব্যের মাঝে এক ভক্ত সরাসরি তাঁকে দিয়ে বসলেন বিয়ের প্রস্তাব। আবদার করে লিখলেন, “আমি আপনাকে বিয়ে করতে চাই…।”

সত্যিই কি চুমুর দৃশ্য করা হল শুট?
বাংলা সিরিয়ালের নায়ক-নায়িকারা অন্তরঙ্গ দৃশ্যের শুটিং কীভাবে করেন? নায়ক-নায়িকা কি সত্যি-সত্যিই একে-অপরকে ঠোঁটে চুমু খান শুটিং চলাকালীন? ২৫ জন লোকের সামনে কীভাবে হয় সেই অন্তরঙ্গ মুহূর্তের শুটিং? ‘তোমাদের রানী’ সিরিয়ালে তেমনই এক দৃশ্যের শুটিং সেরে ধারাবাহিকের নায়ক-নায়িকা অভিকা মালাকার এবং অর্কপ্রভ রায় বলেছেন, “না, একেবারেই চুমু খেতে হয়নি। ওই ঠোঁটের সামনেটুকু গিয়েই…”

ধর্মের কারণে কি অভিনয় ছাড়বেন দিব্যানী?
এই মুহূর্তে ‘ফুলকি’ ধারাবাহিকে অভিনয় করছেন দিব্যানী মণ্ডল। তিনি কৃষ্ণভক্ত। ১৫ বছর বয়স থেকে সম্পূর্ণ নিরামিষ খাবার খান তিনি। অভিনেত্রী জ়ায়রা ওয়াসিমের মতো তিনিও কি অভিনয় ছাড়বেন? উত্তরে দিব্যানী বলেছেন, “আমার কাছে দু’টো দু’রকম বিষয়। আমার কৃষ্ণ একদিকে, অভিনয় অন্যদিকে। ধর্ম আমার জীবনের স্পিরিচুয়াল দিক। অভিনয়কে আমি ভালবাসি। ওটা আমার প্যাশন। আমি কৃষ্ণের ভক্ত বলেই হয়তো অভিনয়কে সঙ্গে নিয়ে এগোতে পারব।”