SSC Protest Rally: ‘আমরা পোশাক খুলেছি, সরকারকে ফিরিয়ে দিতে হবে’
ন্যায্য চাকরি ফিরে পাওয়ার দাবিতে ফের উত্তাল রাজপথ। শুক্রবার চাকরিহারাদের ‘অর্ধনগ্ন’ প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়ায় কলকাতার বিভিন্ন প্রান্তে। ধর্মতলা, শিয়ালদহ, বিবেকানন্দ রো এবং বিকাশ ভবন— একাধিক জায়গায় পুলিশের তল্লাশি ও ধরপাকড় চলে। অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলন শুরুর আগেই বহু প্রতিবাদীকে আটক করে পুলিশ। দুপুরে বিকাশ ভবনের সামনে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ‘অর্ধনগ্ন’ […]
ন্যায্য চাকরি ফিরে পাওয়ার দাবিতে ফের উত্তাল রাজপথ। শুক্রবার চাকরিহারাদের ‘অর্ধনগ্ন’ প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়ায় কলকাতার বিভিন্ন প্রান্তে। ধর্মতলা, শিয়ালদহ, বিবেকানন্দ রো এবং বিকাশ ভবন— একাধিক জায়গায় পুলিশের তল্লাশি ও ধরপাকড় চলে। অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলন শুরুর আগেই বহু প্রতিবাদীকে আটক করে পুলিশ।
দুপুরে বিকাশ ভবনের সামনে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ‘অর্ধনগ্ন’ অবস্থায় প্রতিবাদ শুরু করতেই একে একে আন্দোলনকারীদের তুলে নিয়ে যায় পুলিশ। চাকরিহারাদের দাবি, তাঁরা কোনওরকম অশান্তি করেননি, অথচ তাঁদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। মহিলা আন্দোলনকারীদের সঙ্গেও দুর্ব্যবহার ও লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ।
চাকরিহারাদের কথায়, “সরকারের দুর্নীতি আমাদের উলঙ্গ করেছে। আমরা পোশাক খুলেছি, কারণ সরকার আমাদের চাকরি কেড়ে নিয়েছে। সেই পোশাক সরকারকেই ফিরিয়ে দিতে হবে। ”
আর কী বললেন চাকরিহারারা? দেখুন ভিডিয়ো।