AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bratya Basu: শূন্যপদ বাড়াবে SSC? ব্রাত্য বললেন, 'আইনি পরামর্শ নিচ্ছি...'! বিকাশরঞ্জন স্মরণ করালেন 'দুর্নীতি'

Bratya Basu: শূন্যপদ বাড়াবে SSC? ব্রাত্য বললেন, ‘আইনি পরামর্শ নিচ্ছি…’! বিকাশরঞ্জন স্মরণ করালেন ‘দুর্নীতি’

সুমন মহাপাত্র

| Edited By: Avra Chattopadhyay

Updated on: Nov 18, 2025 | 1:35 AM

Share

SSC, School Service Commssion, SSC Publishes Interview List for Class XI–XII Teacher Recruitment, SSC Publishes Interview List for Class XI–XII Teacher Recruitment in Bengali, SSC Publishes Interview List for Class XI–XII Teacher Recruitment Bangla News, SSC Publishes Interview List for Class XI–XII Teacher Recruitment Today, SSC Published Interview List, SSC Today, SSC Result Out, এসএসসি, এসএসসির খবর, এসএসসসির আজকের খবর,Bangla News, Latest Bangla News, News in Bangla, Bengali News, Latest Bengali News, News in Bengali, এসএসসি-র খবর, Mamaa Banerjee SSC,

কলকাতা: যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়াতে তৎপর কমিশন। ভাবছে শূন্যপদ বাড়ানোর কথা। সোমবার যখন নবাগতদের আন্দোলন ঘিরে উত্তাল বিকাশ ভবন চত্বর। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে শূন্যপদ বৃদ্ধির প্রসঙ্গে কথা বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে এই আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ তিনি।

এদিন শিক্ষামন্ত্রী বলেন, ‘এই সরকার যোগ্য চাকরিহারাদের প্রতি সহানুভূতিশীল। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ না হলে বুঝতে পারব না কতজন যোগ্য চাকরিহারা বাদ পড়ে গেলেন। তবে হ্যাঁ মুখ্য়মন্ত্রীর সঙ্গে শূন্য়পদ বাড়ানোর প্রসঙ্গে একটা আলোচনা হয়েছে। কিন্তু আইনি পরামর্শ বা সরকারি সিলমোহর ছাড়া সেই নিয়ে এখনই সর্বসমক্ষে কোনও কথা বলা যায় না। এটা এখনও প্রাথমিক পর্যায়।’

অবশ্য শূন্যপদ বাড়ানোকে ‘বেআইনি’ বলেই দাগিয়েছে সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর কথায়, ‘২০১১ সাল থেকে ওনারা যা যা করে চলেছেন, তার মধ্যে কোনটা আইনি? এই শূন্যপদ বাড়ানোরটাও তো বেআইনি। আরও একটা গণ্ডগোলের চেষ্টা করছেন। সম্পূর্ণ দুর্নীতি হবে এটা।’