SSC: পৃথক দু’টো ওয়েবসাইটে রেজাল্ট দিল এসএসসি
মূল ওয়েবসাইট www.westbengalssc.com ও www.wbsschelpdesk.com- দুটি ওয়েবসাইটই খোলা যাচ্ছে না। মূল ওয়েবসাইট খুললেই দেখা যাচ্ছে, ‘site can’t be reached’। আর দ্বিতীয় ওয়েবসাইটটিতে দেখা যাচ্ছে, ‘Too Many Requests’। অর্থাৎ অনেক প্রার্থী একসঙ্গে সাইটটি খোলার জন্য চেষ্টা করাতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
ষোলো ঘণ্টা পেরল। এখনও ফল প্রকাশ হল না এসএসসির। সকাল এগারোটা থেকে এসএসসির অন্য ওয়েবসাইটে দেখা যাচ্ছে রেজাল্ট। সন্ধে রেজাল্ট আউট হয়। কিন্তু তারপর ক্র্যাশ করে যায় ওয়েবসাইট। তারপর অন্য ওয়েবসাইট থেকে দেখা যায়।
মূল ওয়েবসাইট www.westbengalssc.com ও www.wbsschelpdesk.com- দুটি ওয়েবসাইটই খোলা যাচ্ছে না। মূল ওয়েবসাইট খুললেই দেখা যাচ্ছে, ‘site can’t be reached’। আর দ্বিতীয় ওয়েবসাইটটিতে দেখা যাচ্ছে, ‘Too Many Requests’। অর্থাৎ অনেক প্রার্থী একসঙ্গে সাইটটি খোলার জন্য চেষ্টা করাতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
Latest Videos
ইউনূসের উপর ক্ষোভ বাড়ছে বাংলাদেশেই, কী পরিণতি হতে চলেছে?
৭৭৮ মাইক্রো অবজার্ভারকে শোকজ, কেন কড়া কমিশন?
২ পুত্র, মা, বোনকে হিয়ারিংয়ে ডাক, তৃণমূল সাংসদ কাকলি বললেন...
রাজগঞ্জের বিডিও-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালতের, কী হবে এবার?

