Stag Beetle: স্ট্যাগ বিটল, ছোট্ট এই পোকার দাম এক কোটিরও বেশি!

ইন্ডিয়া টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী, একটি দামি গাড়ি বা বাড়ির থেকেও দামি পোকাগুলি । স্ট্যাগ বিটল বিরলতম প্রজাতির মাত্র ২ থেকে ৩ ইঞ্চির কীট। লুকানিডে পরিবারের এই পোকাদের ১২০০টি প্রজাতি রয়েছে। ছোট্ট এই কীটটিকে তার বৈচিত্র্য এবং অদ্ভুত আকারের কারণে সবচেয়ে ব্য়য়বহুল প্রাণীদের মধ্যে ধরা হয়

Stag Beetle: স্ট্যাগ বিটল, ছোট্ট এই পোকার দাম এক কোটিরও বেশি!
| Edited By: | Updated on: Mar 17, 2023 | 7:24 PM

পৃথিবীতে প্রাণী জগতে পোকাদের সংখ্যা সবচেয়ে বেশি । বিশ্বের সবথেকে দামি পোকা এটি । এটি স্ট্যাগ বিটল । এই পোকার দাম লাখ টাকা নয়, কোটি টাকারও বেশি। কোনও ভাবে এই ধরনের একটি পোকা ধরতে পারলে তাকে আগলে রাখুন। পোকাটির দাম এখন কোটি টাকা কয়েক বছর পর কোথায় পৌঁছবে এই দাম ভাবতে পারছেন। ইন্ডিয়া টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী, একটি দামি গাড়ি বা বাড়ির থেকেও দামি পোকাগুলি । স্ট্যাগ বিটল বিরলতম প্রজাতির মাত্র ২ থেকে ৩ ইঞ্চির কীট। লুকানিডে পরিবারের এই পোকাদের ১২০০টি প্রজাতি রয়েছে। ছোট্ট এই কীটটিকে তার বৈচিত্র্য এবং অদ্ভুত আকারের কারণে সবচেয়ে ব্য়য়বহুল প্রাণীদের মধ্যে ধরা হয়। স্ট্যাগ বিটলদের সবথেকে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল তাদের সিং, যা ব্ল্যাকহেড থেকে বেরিয়ে আসে। একজন জাপানি ব্রিডার তার স্ট্যাগ বিটলটিকে ৮৯,০০০ মার্কিন ডলারে বিক্রি করেন । ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫ লাখ টাকা। এখন মানুষ এর জন্য কোটি কোটি টাকা দিতেও প্রস্তুত। এটি পৃথিবীর সবচেয়ে বড় পোকা। এদের থেকে কিছু জীবনদায়ী ওষুধ তৈরি হয়। ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামের একটি রিপোর্ট বলছে স্ট্যাগ বিটল পোকা খাবার খায় না। তারা মিষ্টি তরল যেমন গাছের রস এবং পচনশীল ফলের তরল পান করে। পচা কাঠের ওপর স্ট্যাগ বিটল লার্ভা ছত্রাক বা অন্যান্য জীব খায়। পচা কাঠের মধ্যে স্ট্যাগ বিটলদের বেশি করে দেখা যায়। একটা স্ট্যাগ বিটল অন্তত ৭ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।

Follow Us: