Change Investment: মোটা টাকার দরকার নেই, পকেটে পড়ে থাকা ১০-২০ টাকা দিয়েই এবার বিনিয়োগ করুন এভাবে…
Change Investment: অ্যাপটি একটি নির্দিষ্ট পরিমাণ টাকার অঙ্ক নির্ধারণ করে দেয়, যাকে রাউন্ড অফ অ্যামাউন্ট বলে। যেমন, ৪৯৯ টাকার কোনও জিনিস কিনলে ৫০০ টাকাকেই রাউন্ড অব অ্যামাউন্ট হিসাবে ধরা হয়। এভাবেই প্রত্যেক অনলাইন কেনাকাটার সময় ১ টাকা, ১০ টাকা ২০ টাকা সঞ্চয় করে রাউন্ড অফ অ্যামাউন্ট তৈরি করা হয়।
কর্মজীবনে সবে পা রেখেছেন, ইচ্ছে রয়েছে প্রথম থেকেই অর্থ সঞ্চয়ের, অথচ বেতন কম হওয়ায় এবং বিনিয়োগ সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় কোথাও অর্থ বিনিয়োগ করতে পারছেন না? তবে চিন্তার কোনও কারণ নেই। চেঞ্জ ইনভেস্টমেন্ট দিয়েই শুরু করুন আপনার বিনিয়োগের যাত্রা। ১০ টাকা বা ২০ টাকা দিয়েই আপনি বিনিয়োগ করতে পারেন। পড়ে অবিশ্বাস্য় লাগলেও, বিনিয়োগের বাজারে ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করছে এই চেঞ্জ ইনভেস্টমেন্ট।
কী এই চেঞ্জ ইনভেস্টমেন্ট?
স্বল্প পরিমাণ টাকা দিয়ে যে বিনিয়োগ করা হয়, তাকেই চেঞ্জ ইনভেস্টমেন্ট বলে। এতে মাত্র ১০-২০ টাকা থেকেই বিনিয়োগ শুরু করা যায়। ভারতে বেশ কয়েকটি চেঞ্জ ইনভেস্টিং সংস্থা রয়েছে, এগুলি হল অ্যাপ্রিসিয়েট (Appriciate), জার (Jar) ও নিয়ো(Niyo)।
কোথায় বিনিয়োগ করা হয়?
ডিজিটাল গোল্ড থেকে শুরু করে মিউচুয়াল ফান্ড, সমস্ত ক্ষেত্রেই এই ক্ষুদ্র বিনিয়োগ করা যায়। ফিনটেক সংস্থাগুলি আপনার প্রতি মাসের খরচের উপরে নজর রাখে। অনলাইন কেনাকাটা বা রেস্তরাঁয় অতিরিক্ত খরচ করলে, অ্যাপ সতর্ক কর খরচ নিয়ে এবং টাকা সঞ্চয়ের পরামর্শ দেয়।
কীভাবে বিনিয়োগ করবেন?
চেঞ্জ ইনভেস্টিংয়ের জন্য প্রথমেই সংশ্লিষ্ট অ্যাপে সেভিংস অ্য়াকাউন্ট খুলতে হবে। লগ ইন করলে অ্যাপটি একটি নির্দিষ্ট পরিমাণ টাকার অঙ্ক নির্ধারণ করে দেয়, যাকে রাউন্ড অফ অ্যামাউন্ট বলে। যেমন, ৪৯৯ টাকার কোনও জিনিস কিনলে ৫০০ টাকাকেই রাউন্ড অব অ্যামাউন্ট হিসাবে ধরা হয়। এভাবেই প্রত্যেক অনলাইন কেনাকাটার সময় ১ টাকা, ১০ টাকা ২০ টাকা সঞ্চয় করে রাউন্ড অফ অ্যামাউন্ট তৈরি করা হয়। একেই বলা হয় চেঞ্জ ইনভেস্টিং। যখন জমা হওয়া চেঞ্জ মানি ১০০ , ২০০ বা ৫০০ টাকা হয়ে যাবে, তখন অ্যাপটি আপনাকে সেই অর্থ বিনিয়োগ করতে বলবে। এই ভাবে প্রতিমাসে অর্থ সঞ্চয়ের মাধ্যমে আপনি অল্প টাকাতেই বিনিয়োগ করতে পারেন। এর জন্য অতিরিক্ত পুঁজির দরকারও পড়ে না।