Kasba Case: কসবা ল’ কলেজ গণধর্ষণ কাণ্ডে কড়া পদক্ষেপ, বহিষ্কৃত অভিযুক্ত ছাত্ররা
কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার কলেজে গভর্নিং বডির জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, অভিযুক্ত দুই ছাত্রকে বহিষ্কার এবং মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে অস্থায়ী কর্মীর পদ থেকে বরখাস্ত করা হবে। এক ঘণ্টার ওই বৈঠকে উপস্থিত ছিলেন গভর্নিং বডির প্রধান অশোক দেব, ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়-সহ […]
কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার কলেজে গভর্নিং বডির জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, অভিযুক্ত দুই ছাত্রকে বহিষ্কার এবং মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে অস্থায়ী কর্মীর পদ থেকে বরখাস্ত করা হবে। এক ঘণ্টার ওই বৈঠকে উপস্থিত ছিলেন গভর্নিং বডির প্রধান অশোক দেব, ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়-সহ সাত সদস্য।
বৈঠক শেষে অশোক দে জানান, “আমরা কড়া শাস্তির ব্যবস্থা নিচ্ছি। বিষয়টি বিকাশ ভবনেও জানানো হয়েছে।” ভাইস প্রিন্সিপাল বলেন, “আমি কেস নিয়ে কিছু বলতে চাই না।”
ঘটনার জেরে কলেজ চত্বরে উত্তেজনা বাড়ছে। মূল অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন শিক্ষক ও পড়ুয়ারা। এক শিক্ষক বলেন, “গাছের পাতা যখন নড়েছে, তার মানে বাতাস ছিল।”
আর কী বললেন তাঁরা? দেখুন ভিডিয়ো।