Traffic Rules For Ambulance: অ্যাম্বুলেন্সকে আটকালেই  বিপুল অঙ্কের জরিমানা

Traffic Rules For Ambulance: অ্যাম্বুলেন্সকে আটকালেই বিপুল অঙ্কের জরিমানা

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 29, 2023 | 4:24 PM

কোনও গাড়ির চালক যদি অ্যাম্বুলেন্সকে রাস্তায় আটকে দেন তাহলে তাঁর কত টাকা জরিমানা হতে পারে। ট্র্যাফিক আইন অনুযায়ী মোটা অঙ্কের জরিমানা হবে সেই চালকের। ভারতীয় মোটর ভেহিকল আইনের ১৯৪ ই ধারায় দণ্ড নির্দিষ্ট করা আছে। ওই ব্যক্তির হতে পারে ১০,০০০ টাকার অর্থদণ্ড। ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে পারে

জরুরি পরিষেবার আওতায় পড়ে অ্যাম্বুলেন্স। অসুস্থকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করতে ছোটে অ্যাম্বুলেন্স। রাস্তায় অ্যাম্বুলেন্স দেখলেই পথ ছেড়ে দেয় যে কেউ। কিন্তু জানেন কি অ্যাম্বুলেন্সকে পথে আটকে দিলে কী হবে? কোনও গাড়ির চালক যদি অ্যাম্বুলেন্সকে রাস্তায় আটকে দেন তাহলে তাঁর কত টাকা জরিমানা হতে পারে। ট্র্যাফিক আইন অনুযায়ী মোটা অঙ্কের জরিমানা হবে সেই চালকের। ভারতীয় মোটর ভেহিকল আইনের ১৯৪ ই ধারায় দণ্ড নির্দিষ্ট করা আছে। ওই ব্যক্তির হতে পারে ১০,০০০ টাকার অর্থদণ্ড। ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে পারে। এমনকি জেল পর্যন্ত হতে পারে অ্যাম্বুলেন্সের পথরোধকারী ওই ব্যক্তির। তাই গাড়ি বা মোটর সাইকেল চালানোর সময়ে পিছনে কোনও অ্যাম্বুলেন্স দেখলে সতর্ক হন। দ্রুত রাস্তা ছেড়ে দিন অ্যাম্বুলেন্সকে। জরুরি পরিষেবার আওতায় পড়ে দমকল। একই নিয়ম ফায়ার ব্রিগেড বা দমকলের ক্ষেত্রেও। দমকলের পথ আটকে দাঁড়ালে কোনও চালকের হতে পারে ১০,০০০ টাকার অর্থদণ্ড। ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে পারে। এমনকি জেল পর্যন্ত হতে পারে চালকের।

Published on: May 29, 2023 04:24 PM