Uttar Dinajpur: স্যারের জন্য ক্লাস বয়কট
Teacher Expelled: চোপড়ায় টাটু সিং উচ্চ বিদ্যালয়ে ভবেশ স্যারকে স্কুলে ফিরিয়ে আনার দাবীতে পড়ুয়াদের ক্লাস বয়কট। কালো ব্যাচ পরে আন্দোলনে সামিল স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষার্থীদের একটা বড় অংশ।
চোপড়ায় টাটু সিং উচ্চ বিদ্যালয়ে ভবেশ স্যারকে স্কুলে ফিরিয়ে আনার দাবীতে পড়ুয়াদের ক্লাস বয়কট। কালো ব্যাচ পরে আন্দোলনে সামিল স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষার্থীদের একটা বড় অংশ। পাশাপাশি ভবেশ স্যারের অনশন আন্দোলনের পাশে নাগরিক সমাজের বিক্ষোভের পাশে সামিল হলো অভিভাবক অভিভাবকদের একাংশ৷
তবে এত কিছুর পরেও নিজের অবস্থানে অনড় স্কুলের প্রধান শিক্ষক প্রনব কুমার বারুই। তিনি এদিনও স্কুলের ইংরেজি শিক্ষক ভবেশ করকে স্কুলে ঢুকতে দেননি।
তবে ভবেশ বাবু তার আন্দোলনে সবাইকে পেয়ে খানিকটা আবেগ তাড়িত হয়ে গেলেন। তিনি জানিয়েছেন সব কিছুই তিনি উর্দ্ধতন কতৃপক্ষকে জানিয়েছেন।
Published on: Sep 15, 2023 09:02 PM
Latest Videos