Dolyatra 2023: বসন্তের রঙেও লাগল রাজনীতির রঙ

Ashad Mallick

Ashad Mallick |

Updated on: Mar 07, 2023 | 5:28 PM

Dolyatra 2023: বসন্তের রঙেও লাগল রাজনীতির রঙ

বসন্তের রঙেও লাগল রাজনীতির রঙ। বাঁকুড়ার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ত্রিপুরা থেকে আনা আবিরে রাঙিয়ে দিলেন দলীয় কর্মীদের। সেই আবির বুথে বুথে ছড়িয়ে দেওয়ার উদ্যোগও নিলেন। নিজে হাতে জিলিপি ভেজে খাওয়ালেন দলের কর্মীদের। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েনি তৃনমূল।

২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে যোগি রাজ্য থেকে আনা আবিরে দলীয় কর্মীদের রাঙিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। যোগি রাজ্যের আনা আবিরে রাঙিয়ে দিয়ে সর্বশক্তি দিয়ে বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এবার সামনেই গ্রাম পঞ্চায়েত নির্বাচন। তার ঠিক আগে সম্প্রতি বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পাওয়া ত্রিপুরা থেকে আবির এনে দলীয় কর্মীদের রাঙালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তাঁর দাবী এবার শুধু দোলের দিন নিজেরাই ত্রিপুরার আবিরে রঙিন হয়ে উঠলেন তাই নয় এই আবির পাঠানো হয়েছে বাঁকুড়া লোকসভার প্রতিটি বুথে। সাংসদের দাবী ত্রিপুরার সেই আবিরে রেঙেই আগামী গ্রাম পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্র তৈরী করবে দলীয় নেতা কর্মীরা। তবে এদিন সাংসদ শুধু নিজের দলের কর্মীদের রঙ মাখিয়েই ক্ষান্ত হননি প্রত্যেককে নিজে হাতে ভেজে খাইয়েছেন জিলিপিও। সাংসদের এহেন উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েনি তৃনমূল। তৃনমূলের দাবী এই রাজ্য উত্তরপ্রদেশ বা ত্রিপুরা নয়। এ রাজ্যের মাটি যথেষ্ট শক্ত। এই ধরনের নাটক না করে সাংসদ নিজের এলাকার মানুষকে সময় দিন।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla