AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Subhasree Ganguly News: 'সোমবার অনুষ্ঠিত হয়ে গেল শুভশ্রীর সাধভক্ষণ অনুষ্ঠান

Subhasree Ganguly News: ‘সোমবার অনুষ্ঠিত হয়ে গেল শুভশ্রীর সাধভক্ষণ অনুষ্ঠান

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 25, 2023 | 10:03 PM

Share

ডিসেম্বরে মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে চক্রবর্তী ও গঙ্গোপাধ্যায় পরিবারের সাজ সাজ রব। সোমবার অনুষ্ঠিত হয়ে গেল শুভশ্রীর সাধভক্ষণ অনুষ্ঠান। হাজির ছিলেন তাঁর পরিবারের প্রিয়জনেরা। তাঁকে দেখা গেল এক ফ্লোরাল চুড়িদারে। সঙ্গে পরেছিলেন ঝুমকো কানের দুল। মাথা ভর্তি ছিল লাল সিঁদুর।

বাদশাই পারলেন
১৮ দিনের মাথায় ইতিহাস। নিজেকে ছাপিয়ে নিজেই শাহরুখ খান এবার সেরার সেরা। ভারতের ইতিহাস এই দৃশ্যের সাক্ষী এই প্রথম। মাত্র ১৮ দিনে ১০০০ কোটির ব্যবসা করে এখন চর্চার কেন্দ্রে কিং খানের ‘জওয়ান’।

বিয়ের প্রথম ছবি
রবিবার সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। রাত পোহালেও বিয়ের ছবি প্রকাশ্যে আসেনি। তবে সোমবার ব্রেকফাস্ট টেবিলে বসে একগুচ্ছ ছবি শেয়ার করলেন জুটি। পরিণীতি লিখলেন, “আমরা একে অপরকে ছাড়া থাকতে পারতাম না। অবশেষে মিস্টার আর মিসেস।”

দিল্লিতে জুটি
সোমবার বেলা গড়াতেই রাঘব চাড্ডার হাত ধরে লীলাবতি প্যালেস থেকে বেরিয়ে এলেন পরিণীতি চোপড়া। পরনে ছিল জিন্স ও অফশোল্ডার টপ, সঙ্গে একটি গোলাপি রঙা পঞ্চু। পাপারাৎজিদের দেখে ধন্যবাদ জানালেন তিনি। সোমবার বেলায় দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন জুটি। সেখানেই হবে গালা রিসেপশন পার্টি।

কেন এলেন না প্রিয়াঙ্কা?
পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডার বিয়ের অনুষ্ঠান বসেছিল রাজস্থানের সাতমহলা প্রাসাদে। বিয়েতে বলিউডের চেনা মুখ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকলেও দেখা যায়নি পরিণীতির আদরের দিদি প্রিয়াঙ্কা চোপড়াকে। কেন এলেন না প্রিয়াঙ্কা? জল্পনার অবসান ঘটিয়ে এবার এ নিয়ে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা চোপড়ার মা, মধু চোপড়া। তিনি জানান, প্রিয়াঙ্কা ব্যস্ত ছিলেন কাজে। সেই কারণেই অনুপস্থিত তিনি।

আত্মঘাতী হতে চেয়েছিলেন কমল হাসান
দক্ষিণী তারকা বিজয় অ্যান্টনির ১৬ বছরের কন্যা মীরার মৃত্যুর পর ছাত্র-ছাত্রীদের মানসিক স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করছেন দক্ষিণ ভারতীয় তারকারা। সুপারস্টার কমল হাসান জানিয়েছিলেন, মাত্র ২১ বছর বয়সে তিনিও আত্মঘাতী হতে চেয়েছিলেন। কিন্তু তাঁর গুরুজি তাঁকে বলেছিলেন, ধৈর্য ধরতে এবং সঠিক সময়ের অপেক্ষা করতে।

‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সিকুয়্যেল?
‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সিকুয়্যেল বানাতে নাকি ৩০০ কোটি টাকার বাজেট পাচ্ছেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। অনেক প্রযোজকই নাকি এগিয়ে এসেছিলেন। বিবেক জানিয়েছেন, ‘দ্যা কাশ্মীর ফাইলস’ ভাল ফলাফল করেছিল বক্স অফিসে। কিন্তু তিনি ২০০-৩০০ কোটি টাকা বাজেটের ছবি তৈরি করেন না।

শ্বশুরবাড়িতে ‘বুলডোজার’ নিয়ে
জেল থেকে ছাড়া পেয়ে রাখী সাওয়ান্তের বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছেন স্বামী আদিল দুরানি। নিত্যদিনই আনছেন নতুন অভিযোগ। রাখীও ছাড়ার পাত্রী নন। এবার নতুন কাণ্ড ঘটিয়ে বসলেন রাখি। হঠাৎই প্রাক্তন শ্বশুরবাড়ির এলাকায় হাজির হলেন, তা-ও আবার বুলডোজ়ারে চেপে। সেই ভিডিয়ো ভাইরাল নেটমাধ্যমে।

অসুস্থ হয়ে হাসপাতালে শ্বেতার মা
সদ্য জন্মদিন কাটিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। দিন দুয়েক আগে ঘোষিত হয়েছে তাঁর নতুন ওয়েব সিরিজের কাজও। তবে এরই মধ্যে তাঁর পরিবারে খারাপ খবর। মন ভাল নেই তাঁর। নায়িকার মা ভর্তি হাসপাতালে। ধুম জ্বরে আক্রান্ত তিনি।

৭ মাসের সাধভক্ষণ শুভশ্রীর
ডিসেম্বরে মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে চক্রবর্তী ও গঙ্গোপাধ্যায় পরিবারের সাজ সাজ রব। সোমবার অনুষ্ঠিত হয়ে গেল শুভশ্রীর সাধভক্ষণ অনুষ্ঠান। হাজির ছিলেন তাঁর পরিবারের প্রিয়জনেরা। তাঁকে দেখা গেল এক ফ্লোরাল চুড়িদারে। সঙ্গে পরেছিলেন ঝুমকো কানের দুল। মাথা ভর্তি ছিল লাল সিঁদুর। প্রেগন্যান্সি গ্লো যেন সারা শরীরে ছড়িয়ে পড়েছে নায়িকার। বেশ কিছু ছবি পোস্ট করে শুভশ্রী লিখলেন, “সাধভক্ষণ।