Purbasthali Landslide: অলৌকিকভাবে ধস! তৈরি হচ্ছে সুড়ঙ্গ
Purbasthali Landslide: আচমকাই অলৌকিক ভাবে মাটিতে ধস নেমে সৃষ্টি হচ্ছে গভীর কয়েক ফুটের সুড়ঙ্গ।এক আধ জায়গা নয় গ্রাম জুড়ে 10-12 টি এমন গভীর সুড়ঙ্গ দেখা মিলেছে।আশঙ্কা গ্রামের আরো বিভিন্ন জায়গায় মিলতে পারে এমন বিপদজনক সুড়ঙ্গ বা গভীর গর্তের।গত কয়েকদিনে আচমকা এমন সুড়ঙ্গ তৈরী হয়ে গ্রাম জুড়ে আতংক।
আচমকাই অলৌকিক ভাবে মাটিতে ধস নেমে সৃষ্টি হচ্ছে গভীর কয়েক ফুটের সুড়ঙ্গ।এক আধ জায়গা নয় গ্রাম জুড়ে 10-12 টি এমন গভীর সুড়ঙ্গ দেখা মিলেছে।আশঙ্কা গ্রামের আরো বিভিন্ন জায়গায় মিলতে পারে এমন বিপদজনক সুড়ঙ্গ বা গভীর গর্তের।গত কয়েকদিনে আচমকা এমন সুড়ঙ্গ তৈরী হয়ে গ্রাম জুড়ে আতংক।
পূর্বস্থলীর মুসকিম পাড়া পঞ্চায়েতের জয়কৃষ্ণ পুর গ্রামে এমন কান্ডে গ্রামবাসীদের মধ্যে আতংক ছড়িয়েছে।কারো কারো মতে ভুতুড়ে কাণ্ডে এমন সুড়ঙ্গ সৃষ্টি।তবে সঠিক কি কারন তা নিয়ে আতঙ্কিত সকলে।গ্রামবাসীদের আশঙ্কা দিন দিন যেভাবে হটাৎ হটাৎ গভীর সুড়ঙ্গ মিলছে তাতে বসত বাড়ি,চাষের জমি মাটির অতলে চলে যাবে।এছাড়াও বিশেষ চিন্তা বাড়ির শিশুদের নিয়ে,মাঠে থাকা গবাদি পুশুদের নিয়ে।সুড়ঙ্গ আতংক এতটাই গ্রামবাসীদের মনে গেঁথে গেছে রাতের ঘুম ছুটে গেছে তাদের।রাত্রে ঘুম থেকে উঠে এলাকা ঘুরে দেখছে তারা।
ভুতত্ব বিদ প্রফেসর প্রলয় মন্ডল এই বিষয়ে বলেন,এই এলাকায় গ্রীষ্মকালীন ব্যাপক চাষ হওয়ায় মাটির নিচে থাকা ভৌম জল তুলে নেওয়ার মাটির এই গভীর ধস।