Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sudipta Banerjee News: কিছু বোঝার আগেই সবটা ঘটে গেল: সুদীপ্তা

Sudipta Banerjee News: কিছু বোঝার আগেই সবটা ঘটে গেল: সুদীপ্তা

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Nov 19, 2023 | 12:05 AM

এরকমটা যা হঠাৎ করেই হয়ে যেতে পারে, কিছুতেই বুঝতে পারেননি অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। আশেপাশেই সবাই বলছিলেন ঠিকই, কিন্তু সুদীপ্তা বিশ্বাস করেননি। কিন্তু আশঙ্কার কালো মেঘ এড়ানো গেল কই। বাবাকে হারানোর এক সপ্তাহ পার করে মৃত্যুর আগের দিনগুলোর সেই হৃদয় বিদারক বর্ণনাই দিলেন নায়িকা। যা শুনে আপনিও চোখের জল কিছুতেই ধরে রাখতে পারেবন না।

ট্রোলড হলেন আলিয়া
‘কফি উইথ করণ’ সিজ়ন ৮-এ এসে ট্রোলিংয়ের শিকার হয়েছেন আলিয়া ভাট। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিলেন, তাঁর সম্পর্কে মানুষের ভুল ধারণা কী? চটজলদি জবাবে অভিনেত্রী বলেছিলেন, “আমার বিয়ে নিয়ে সমস্যা, আমার ফ্যাট সার্জারি, রং মেখে ফর্সা সাজা… সবই আমাকে নিয়ে ভুল ধারণা।” এ-ও জানিয়েছিলেন, এতে তাঁর কিছুই যায় আসে না। তখনই তাঁকে একাধিক নেটিজ়েন বলেন, সবচেয়ে বেশি যায় আসে তাঁরই।

মুম্বইয়ের ফ্ল্যাট বিক্রি করলেন প্রিয়াঙ্কা
মুম্বইয়ের অন্ধেরি লোখান্ডওয়া এলাকায় ২টি বিরাট অ্যাপার্টমেন্ট ছিল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। এবার সেই অ্যাপার্টমেন্ট ২টি বিক্রি করলেন অভিনেত্রী। ‘উড়তা পঞ্জাব’খ্যাত পরিচালক অভিষেক চৌবেকে ৬ কোটি টাকারও বেশি দামে অ্যাপার্টমেন্টগুলি বিক্রি করেছেন প্রিয়াঙ্কা। তা হলে কি দেশের মাটির সঙ্গে এক্কেবারেই সম্পর্ক ছিন্ন করলেন ‘দেসি গার্ল’?

ফের একসঙ্গে কঙ্গনা-মাধবন
আট বছর পর ফের একসঙ্গে কাজ করবেন কঙ্গনা রানাওয়াত এবং আর মাধবন। চেন্নাইয়ে শুটিং শুরু হয়েছে সেই ছবির। কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় খবর শেয়ার করে জানিয়েছেন, এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। কিন্তু অনুরাগী তাতে কমেন্ট করে জানিয়েছেন, তাঁরা কঙ্গনা এবং মাধবনকে ‘তনু ওয়েডস মনু থ্রি’তে দেখতে আগ্রহী।

‘অ্যানিম্যাল’ সেলিব্রেশন
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। মুক্তি পেতে চলেছে রণবীর কাপুরের আগামী ছবি ‘অ্যানিম্যাল’। এবার ‘জওয়ান’ ছবির বুর্জ খালিফায় জায়গা করে নিল এই ছবির টিজ়ার। দুবাইয়ে রণবীর কাপুরের আগামী ছবির টিজ়ারের ঝলক ফুটে উঠল বিশ্বের সব থেকে উঁচু ইমারতে। মুক্তি পেল ছবির নতুন গানও।

কাজ চেয়েছেন সুস্মিতা
অভিনেত্রী সুস্মিতা সেনের গলায় আক্ষেপের সুর। বর্তমানে একের পর এক কাজের প্রস্তাব তাঁর ঝুলিতে থাকলেও একটা সময় তিনি রীতিমতো হারিয়ে গিয়েছিলেন। কঠিন সময় প্রসঙ্গে মুখ খুললেন এবার অভিনেত্রী, বললেন, “সকলকে ফোন করে করে জানাতাম, আমি কাজ খুঁজছি, কাজ করতে চাই, আমার মধ্যে কাজের খিদে রয়েছে।”

আবিরকে শুভেচ্ছা অঙ্কুশের
আবির চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ। আর তাঁকে নিয়ে অঙ্কুশ হাজরা যে পোস্টটি করেছেন, তা পড়লে হাসি কিছুতেই থামাতে পারবেন না আপনি। অঙ্কুশকে উদ্দেশ করে তিনি লেখেন, “যেভাবে তোমার চোখ আমাকে লুকিয়ে-লুকিয়ে দেখত, আমি তখনই বুঝেছিলাম আমাদের মধ্যে ভবিষ্যতে কিছু একটা সম্পর্ক গড়তে পারে। যাক বাকিটা ব্যক্তিগত থাক। হ্যাঁ, তোমাকে ভালবাসি সোন্টুমনা।”

চোখে জল সুদীপ্তার
এরকমটা যা হঠাৎ করেই হয়ে যেতে পারে, কিছুতেই বুঝতে পারেননি অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। আশেপাশেই সবাই বলছিলেন ঠিকই, কিন্তু সুদীপ্তা বিশ্বাস করেননি। কিন্তু আশঙ্কার কালো মেঘ এড়ানো গেল কই। বাবাকে হারানোর এক সপ্তাহ পার করে মৃত্যুর আগের দিনগুলোর সেই হৃদয় বিদারক বর্ণনাই দিলেন নায়িকা। যা শুনে আপনিও চোখের জল কিছুতেই ধরে রাখতে পারেবন না।

শ্রুতির ক্ষোভ
নৈহাটির ‘বড়মা’, ভক্তদের বিশ্বাস, কাউকেই ফেরান না তিনি। ব্যস্ত শিডিউলের মাঝে সময় বের করেই ‘বড়মা’র কাছে পৌঁছে গিয়েছিলেন শ্রুতি দাস। দর্শনের ছবি শেয়ার করে শ্রুতি লিখেছিলেন, “ধর্ম যার যার, বড়মা সবার”। আর সেই পোস্টেই একাধিক ‘হাহা রিঅ্যাক্ট’ দেখে অসন্তোষ শ্রুতির। শ্রুতির জবাব, “সরি টু সে, হাহা যাঁরা দিয়েছেন, তাঁরা বেশিরভাগই মুসলিম বন্ধু। একটা কথা বলতে চাই, ‘ধর্ম যার যার উৎসব সবার’, এই কথাটা তো একতা বোঝাতে ব্যবহার হয়। সেটা নিয়ে এভাবে হাসির কী আছে? ওঁরাও মসজিদ খুলে দিন না, আমিও যাব।”

অসুস্থ বিশাল দাদলানি
হাসপাতালের বিছানায় শুয়ে ছবি পোস্ট করলেন বলিউডের মিউজ়িক কম্পোজ়ার তথা গায়ক বিশাল দাদলানি। যদিও তাঁর কীসের চিকিৎসা চলছে, সেই বিষয় কোনও উল্লেখই নেই পোস্টে। তিনি লিখেছেন, ভয়ে ভয়ে বাঁচার কী মানে। তিনি ফিট আছেন। তাই চিন্তার কোনও কারণ নেই। যদিও পোস্ট দেখা মাত্রই উদ্বেগ প্রকাশ করলেন ভক্তরা।