Ajanta Shoes: পরিণীতি সুদীপার একই জুতো
অজন্তার জুতোয় ভোট দেন এই তারকারা। বাঘাযতীনে নতুন শপের উদ্বোধনে এসে সুদীপা জানালেন অজন্তার সঙ্গে তাঁর সম্পর্ক বেশ গভীর। কারণ তাঁর শারীরিক অসুস্থতার সময় বিশেষ জুতো তৈরি করে দেন অজন্তা কর্তৃপক্ষ। তাই কৃতজ্ঞ তিনি।
সৌরভ পরিণীতি কিংবা সুদীপা। জুতোর ব্যাপারে সবাই এক সূত্রে বাঁধা। অজন্তার জুতোয় ভোট দেন এই তারকারা। বাঘাযতীনে নতুন শপের উদ্বোধনে এসে সুদীপা জানালেন অজন্তার সঙ্গে তাঁর সম্পর্ক বেশ গভীর। কারণ তাঁর শারীরিক অসুস্থতার সময় বিশেষ জুতো তৈরি করে দেন অজন্তা কর্তৃপক্ষ। তাই কৃতজ্ঞ তিনি। অনুষ্ঠানে ছিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সৌমী বণিক।পরিনীতি চোপড়া বিয়ের সময়এই জুতো পরেছিলেন । অজন্তা কর্নধার নিজেই দেখালেন সেই জুতো। আর কালো রঙের এই জুতো তাঁর ফেভারিট।সৌমী বণিক, কর্নধার বলেন, শুধু বিজ্ঞাপনে নয় এই তারকারা ব্যক্তিগত জীবনেও অজন্তা ব্যবহার করেন।পরিমিতির বিয়ে কিংবা সুদীপার ওজন বৃদ্ধি। জুতো কাহিনীর একজনই হিরো। এই অজন্তা।সুদীপা চ্যাটার্জি বললেন সন্তান জন্ম দেওয়ার সময় তিনি ওয়েট গেন করেন। তখন বিশেষভাবে তাঁর জুতো তৈরি করে দেয় অজন্তা।