AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sujan Chakraborty: বাংলায় তৃণমূলের বদান্যতায় বিজেপি এসেছে: সুজন

Sujan Chakraborty: বাংলায় তৃণমূলের বদান্যতায় বিজেপি এসেছে: সুজন

Avra Chattopadhyay

|

Updated on: Nov 23, 2025 | 9:49 PM

Share

Sujan Chakraborty on SIR: রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে হাজার অভিযোগ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। তাঁর কথায়, 'অতীন ঘোষ এখন যে কাজ করছেন, শান্তুনু সেন যতক্ষণ নেতা ছিলেন, ততক্ষণ তিনিও এই কাজ করেছেন। অপরাধী ও দুষ্কৃতীদের নিয়ে একটা দল তার নাম তৃণমূল।'

কলকাতা: দুর্নীতি থেকে এসআইআর-এ চাপ দিয়ে রেজিস্ট্রেশন। রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে হাজার অভিযোগ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। তাঁর কথায়, ‘অতীন ঘোষ এখন যে কাজ করছেন, শান্তুনু সেন যতক্ষণ নেতা ছিলেন, ততক্ষণ তিনিও এই কাজ করেছেন। অপরাধী ও দুষ্কৃতীদের নিয়ে একটা দল তার নাম তৃণমূল।’

তবে এখানেই ক্ষান্ত হননি তিনি। বিজেপির দিকে তির ছুড়ে দিয়েছেন সুজন। জয় শ্রীরাম স্লোগানকে বিজেপির রাজনৈতিক হাতিয়ার বলেই দাগালেন তিনি। পাশাপাশি, বাংলায় তৃণমূলের বদান্যতায় বিজেপি এসেছে বলে অভিযোগ তাঁর। সুজনের কথায়, ‘বাংলায় তৃণমূলের বদান্যতায় এসেছে বিজেপি। আর তৃণমূল এসেছে নয়াদিল্লির বদান্য়তায়। শুনলাম ভাড়াটে নিয়ে আসবে। দিল্লির নেতৃত্ব স্থানীয় নেতাদের উপর ভরসা করে না।’