বিজেপি নেতা-নির্ভর নয়, নীতি-নির্ভর দল: সুকান্ত

Jan 06, 2026 | 11:15 PM

তিনি বলেন, বাঁকুড়ার মাটি বিজেপির শক্ত ঘাঁটি। হতে পারে লোকসভা নির্বাচনে আমরা হেরে গিয়েছি, কিন্তু আমি কথা দিয়ে যাচ্ছি, ২৯-এ লোকসভা ভোটে গোহারা হারাব তৃণমূলকে। বাঁকুড়ার পবিত্র মাটিতে এখন চোরদের রাজত্ব বলেও মন্তব্য করেন তিনি।

‘যারা পেটে গামছা বেঁধে বিজেপি করে, তারাই সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা নেতা নির্ভর দল নই, নীতি নির্ভর দল।’ বাঁকুড়ার মাটিতে দাঁড়িয়ে এ কথা বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, বাঁকুড়ার মাটি বিজেপির শক্ত ঘাঁটি। হতে পারে লোকসভা নির্বাচনে আমরা হেরে গিয়েছি, কিন্তু আমি কথা দিয়ে যাচ্ছি, ২৯-এ লোকসভা ভোটে গোহারা হারাব তৃণমূলকে। বাঁকুড়ার পবিত্র মাটিতে এখন চোরদের রাজত্ব বলেও মন্তব্য করেন তিনি।