Sushant Singh Rajput News: সুশান্ত আত্মহত্যা করবেন, টের পেয়েছিলেন মন্ত্রী?

১৪ ই জুন ২০২০ খবর মেলে আত্মহত্যা করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সেই খবর। মেনে নিতে পারছিলেন না কেউ সুশান্ত আর নেই। স্মৃতি ইরানি জানেন তিনি নিজে সুশান্ত সিং কে বলেছিলেন তুমি যেন নিজেকে আবার শেষ করে ফেলো না। সুশান্তর কথায় ,তাঁর আচরণে, এমনটাই মনে হয়েছিল তাঁর।

Sushant Singh Rajput News: সুশান্ত আত্মহত্যা করবেন, টের পেয়েছিলেন মন্ত্রী?
| Edited By: | Updated on: Mar 27, 2023 | 6:06 PM

১৪ ই জুন ২০২০ খবর মেলে আত্মহত্যা করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সেই খবর। মেনে নিতে পারছিলেন না কেউ সুশান্ত আর নেই। স্মৃতি ইরানি সেই দিন আর পাঁচটা দিনের মতোই ব্যস্ত ছিলেন তাঁর মন্ত্রকের কাজ নিয়ে। একটি ভিডিও কনফারেন্স চলছিল সেই ১৪ ই জুনে । তাঁর কাছে খবর আসে- সুশান্ত আর নেই। মুহূর্তে তিনি কনফারেন্স থামিয়ে খবরটি যাচাই করেন। বিশ্বাস করতে পারছিলেন না সুশান্ত আদপে এই কাজ করেছেন। তাড়াতাড়ি করে ‘কাই পো চে’ ছবির অভিনেতা অমিত সাদকেও ফোন করেন। সেই মুহূর্তে সুশান্তের সহ অভিনেতা অমিত যথেষ্ট ভেঙ্গে পড়েছিলেন। তাঁকে উপদেশ দিয়ে স্মৃতি জানিয়েছিলেন তিনি যেন কোন ভুল সিদ্ধান্ত না নেন। সম্প্রতি নীলেশ মিশ্র সঙ্গে সাক্ষাৎকারে সেই সেই ভয়াবহ স্মৃতিতে ফিরলেন মন্ত্রী। স্মৃতি ইরানি জানেন তিনি নিজে সুশান্ত সিং কে বলেছিলেন তুমি যেন নিজেকে আবার শেষ করে ফেলো না। সুশান্তর কথায় ,তাঁর আচরণে, এমনটাই মনে হয়েছিল তাঁর। কেবল তিনিই নন, অনেকেই রয়েছেন যাঁদের বারবার সুশান্ত বলেছিলেন, তাঁর আর বাঁচতে ইচ্ছে করছে না। তবে ঠিক কী কারণে সব ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সুশান্ত, তা আজও অধরা। কিসের এত অবসাদ সে উত্তর আজও হাতড়ে বেড়াচ্ছে তাঁর পরিবার।

Follow Us: