Humayun Kabir: নিরাপত্তারক্ষীদের ধরে মেরেছিলেন হুমায়ুনের ছেলে?

|

Dec 29, 2025 | 10:51 PM

Humayun Kabir News: রবিবার নবীনকে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর চলে জিজ্ঞাসাবাদ। টানা ৭ ঘণ্টা থানাতেই থাকে সে। তারপর ছেড়ে দেওয়া হয় তাঁকে। এদিন সেই নিয়েই প্রশ্ন করা হয়েছিল হুমায়ুনকে।

মুর্শিদাবাদ: তিনি সাসপেন্ড হলেন, বাবরির শিলান্যাস করলেন, নতুন দল গড়লেন। শিরোনামেও থাকলেন। তবে যে তৃণমূলের সঙ্গে তাঁর এত বিবাদ, সেই তৃণমূলেই রয়ে গেলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজ়াদ ওরফে রবীন। তিনি তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য।

রবিবার নবীনকে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর চলে জিজ্ঞাসাবাদ। টানা ৭ ঘণ্টা থানাতেই থাকে সে। তারপর ছেড়ে দেওয়া হয় তাঁকে। এদিন সেই নিয়েই প্রশ্ন করা হয়েছিল হুমায়ুনকে। তিনি বললেন, ‘পুলিশ তো আমাকে নোটিস দিতে পারত, না দিয়ে ওকে নিয়ে চলে গেল। আর আমাকে যদি নিরাপত্তারক্ষী ছুটি দেওয়ার জন্য জোর করে আমি কি ওনাকে রসগোল্লা খাওয়াব?’