Mausam Noor: শুভেন্দু-মৌসমের একসময়ের ঘনিষ্ঠ! আজ বড় কথা বলে দিলেন…

|

Jan 05, 2026 | 12:09 AM

Mausam Noor Join Congress: কিন্তু সেই সবের পাঠ চুকিয়ে আবারও দলবদল নূরের। সাত বছর পর তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন বরকত গনিখান চৌধুরীর পরিবারের সদস্য। সেই মৌসম দল ছাড়তেই বড় কথা বলে দিলেন মালদহ জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু।

মালদহ: সদ্যই মালদহে জেলা সভাপতির দায়িত্ব পেয়েছিলেন মৌসম নূর। কিন্তু সেই সবের পাঠ চুকিয়ে আবারও দলবদল নূরের। সাত বছর পর তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন বরকত গনিখান চৌধুরীর পরিবারের সদস্য। সেই মৌসম দল ছাড়তেই বড় কথা বলে দিলেন মালদহ জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু।

মৌসমের সঙ্গে শুভেন্দু অধিকারীকে জুড়ে দিলেন তিনি। বললেন, ‘তাঁর রাজ্যসভার টার্ম যেই শেষ হতে যাচ্ছে অমনি আর একটা দরজা দিয়ে পালিয়ে গেলেন। আগে এই শুভেন্দুর হাত ধরে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন মৌসম।’ অবশ্য এই আশীস কুণ্ডু আরও দাবি করেছেন যে শুভেন্দু অধিকারী ও মৌসম নূর এক সময়ের ঘনিষ্ঠ ছিলেন।

Published on: Jan 05, 2026 12:08 AM