T. Natarajan Indian Cricketer: নিজের নামে গ্রামেই স্টেডিয়াম করলেন ক্রিকেটার

T. Natarajan Indian Cricketer: নিজের নামে গ্রামেই স্টেডিয়াম করলেন ক্রিকেটার

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jul 02, 2023 | 4:33 PM

Dinesh Karthik: এ যেন আস্থার পায়ে দাঁড়িয়ে নিজের মাটিকে ফিরিয়ে দেওয়া। সানরাইজার্স হায়দ্রাবাদের তারকা বোলার টি নটরাজন। তিনি ব্যক্তিগত উদ্যোগে নিজের নামে তৈরি করলেন একটি ক্রিকেট স্টেডিয়াম। মাঠের উদ্বোধন করলেন দিনেশ কার্তিক।

এ যেন আস্থার পায়ে দাঁড়িয়ে নিজের মাটিকে ফিরিয়ে দেওয়া। সানরাইজার্স হায়দ্রাবাদের তারকা বোলার টি নটরাজন। তিনি ব্যক্তিগত উদ্যোগে নিজের নামে তৈরি করলেন একটি ক্রিকেট স্টেডিয়াম। মাঠের উদ্বোধন করলেন দিনেশ কার্তিক। স্টেডিয়ামের নাম নটরাজন ক্রিকেট গ্রাউন্ড। দিনেশ কার্তিক বলছেন এই মাঠের খুব দরকার ছিল। গ্রামাঞ্চলের তরুণ ক্রিকেটাররা খুব উপকৃত হবে এর ফলে। উদ্বোধনে ছিলেন বরুণ চক্রবর্তী এবং ওয়াশিংটন সুন্দর। ছিলেন টিসিএর প্রেসিডেন্ট পি অশোক সিগামনি। মাঠে আছে আছে মিনি গ্যালারি আছে ৪টি পিচ, জিম ও ক্যান্টিন। টি নটরাজন বলছেন এলাকার নতুন প্রতিভা খুঁজে আনতেই এই উদ্যোগ। তরুণ ক্রিকেটারদের কোচিং করাবেন তিনিই। টি নটরাজনের আর্থিক সহায়তায় এই স্টেডিয়ামটি। তামিলনাড়ুর সালেম জেলায় টি নটরাজনের গ্রামে। গ্রামের নাম চিন্নাপ্পামপট্টি। মাঠের গ্যালারিতে আছে ১০০টি দর্শকাসন।