Indian Gold Field: সোনার কথা শোনা…
Gold Mine: 'সোনে কি চিড়িয়া' বা 'স্বর্ণালি বিহঙ্গ' আমাদের দেশ ভারত। দেশের বহু স্থান থেকে সোনা আকরিক রূপে উত্তোলন করা হয়। কর্ণাটকের কোলার, হিরাবুদ্দিনী, হুট্টি গোল্ড ফিল্ড। তামিলনাড়ুর উটি, অন্ধ্রের রামগিরি গোল্ড ফিল্ড।
‘সোনে কি চিড়িয়া’ বা ‘স্বর্ণালি বিহঙ্গ’ আমাদের দেশ ভারত। দেশের বহু স্থান থেকে সোনা আকরিক রূপে উত্তোলন করা হয়। কর্ণাটকের কোলার, হিরাবুদ্দিনী, হুট্টি গোল্ড ফিল্ড। তামিলনাড়ুর উটি, অন্ধ্রের রামগিরি গোল্ড ফিল্ড। ঝাড়খণ্ডের কুন্দের কোচা। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে এখনও পর্যন্ত প্রায় ২ লাখ টন সোনা তোলা হয়েছে। দেশের বার্ষিক সোনা খননের পরিমাণ ১.৬ টন। ভারতে প্রতি বছর সোনার ব্যবহার হয় ৭৭৪ টন। সারা দুনিয়ায় প্রতি বছর সোনা উত্তোলন হয় ৩,০০০ টন। ভারতীয় মহিলাদের কাছে যে পরিমাণ স্বর্ণালঙ্কার আছে তা দুনিয়ার সেরা ৫ ব্যাঙ্কেও নেই। ভারতীয় মহিলাদের কাছে আছে ২১,০০০ টন সোনা। খনিতে সোনা মৌল বা যৌগ রূপে পাওয়া যায়। সোনার সংকরে পারদ আর রুপো মেশানো হয়। সোনার যৌগ সিলভানাইট, ক্যালভারাইট, ক্রেনারিট আর প্যাটাজাইট। নাদির শাহের ভারত আক্রমণের পর তিন বছর কেউ কর দিতে পারেনি। ১৭৩৯ এ নাদির শাহ বিপুল সোনা লুঠ করেন। মুঘল সম্রাট শাহজাহানের সোনার সিংহাসনের নাম ছিল তখত-এ-তাউস। ব্রিটিশরাও ভারত থেকে প্রচুর সোনা লুঠতরাজ করে। তবুও এ দেশে সোনার অভাব নেই।