Home Loan News: কত টাকা বেতনে হোম লোন পাবেন?
Home Loans: নিজের বাড়ি বা নিজের গাড়ি সবারই স্বপ্ন। তাই পড়াশোনা বা ট্রেনিং এর শেষে চাকরি পেয়েই অনেকে ব্যাঙ্ক লোনে কিনে ফেলেন বাড়ি, ফ্ল্যাট বা গাড়ি। কিন্তু কখন সঠিক সময় লোন করবার। মাথার ওপরে একটা ছাদ কে না চায়। কিন্তু জানেন কি কত টাকা স্যালারি হলে হোম লোন পাবেন?
নিজের বাড়ি বা নিজের গাড়ি সবারই স্বপ্ন। তাই পড়াশোনা বা ট্রেনিং এর শেষে চাকরি পেয়েই অনেকে ব্যাঙ্ক লোনে কিনে ফেলেন বাড়ি, ফ্ল্যাট বা গাড়ি। কিন্তু কখন সঠিক সময় লোন করবার। মাথার ওপরে একটা ছাদ কে না চায়। কিন্তু জানেন কি কত টাকা স্যালারি হলে হোম লোন পাবেন? ইএমআই আপনার বেতনের ২০% থেকে ২৫% হলে পাবেন গৃহঋণ। ১২,০০০ ইএমআই পেতে বেতন হতে হবে মাসে ৫০,০০০। কিন্তু ৫০,০০০ বেতনের ক্ষেত্রে ২০,০০০ ইএমআই হলে সেটা অসঙ্গতি। এক্সপার্টরাও বলছেন বেতনের ২৫% ইএমআই হলে অবশ্যই গৃহঋণ নিন। স্যালারি ৭০,০০০ থেকে ৫০,০০০ হলে ইএমআই ১৭,৫০০ বা ১২,৫০০ এ রাখুন। তাছাড়াও বিশেষজ্ঞরা বলছেন চাকরি পেয়েই হোম লোন নেবেন না। চাকরিতে বদলি হলে একদিকে ইএমআই অন্যদিকে বাড়ি ভাড়ায় জেরবার হবেন। চাকরিতে যোগ দিয়েই অনেকে গাড়ি বা বাড়ির জন্য লোন করেন। বিশেষজ্ঞরা বলছেন এটা ঠিক নয়। কিছুটা থিতু হয়ে তবেই গৃহঋণ বা গাড়ির জন্য ঋণ নিন।