Indian Railway News: রেলের এই নিয়ম জানেন না অনেকেই…
ট্রেনে আমরা ভ্রমণ করি। কিন্তু অনেক নিয়মই জানি না। যে নিয়মগুলো জানা থাকলে আপনার যাত্রা আরও সুগম হবে। কেউ নির্দিষ্ট স্টেশন থেকে ট্রেন মিস করলে পরবর্তী ২টি স্টেশনে ট্রেন ধরতে পারেন। সেই ২টি স্টেশন পর্যন্ত তাঁর টিকিট রিজার্ভ থাকবে। টিটিই কাউকে ততক্ষণ ওই সিট দিতে পারেন না। ৫০০ কিমি ভ্রমণের পর ব্রেক জার্নি নেওয়া যায়। […]
ট্রেনে আমরা ভ্রমণ করি। কিন্তু অনেক নিয়মই জানি না। যে নিয়মগুলো জানা থাকলে আপনার যাত্রা আরও সুগম হবে। কেউ নির্দিষ্ট স্টেশন থেকে ট্রেন মিস করলে পরবর্তী ২টি স্টেশনে ট্রেন ধরতে পারেন। সেই ২টি স্টেশন পর্যন্ত তাঁর টিকিট রিজার্ভ থাকবে। টিটিই কাউকে ততক্ষণ ওই সিট দিতে পারেন না। ৫০০ কিমি ভ্রমণের পর ব্রেক জার্নি নেওয়া যায়। ১০০০কিমি গিয়ে ২টি ব্রেক জার্নি নেওয়া যায়। বোর্ডিং এর দিন বাদে ২দিন পর্যন্ত নেওয়া যায় এই ব্রেক জার্নি। রাজধানী , জনশতাব্দী বা শতাব্দী এক্সপ্রেসে আর অন্য প্রিমিয়াম ট্রেনে এই সুযোগ নেই। কাউন্টার থেকে কাটা টিকিট ওয়েট লিস্ট হলেও ট্রেনে চাপা যায়। ই টিকিট ওয়েট লিস্ট থাকলে তা সম্ভব নয়। রেলে কাটা জায় সার্কুলার টিকিট। জনপ্রিয় পর্যটন কেন্দ্র আছে এমন রেল ডিভিশনে কাটা যায় এই টিকিট। ট্যুর প্ল্যান রেলকে জানিয়ে নেওয়া যায় এই টিকিট।
Latest Videos