Ireland News: এই দেশে থাকবেন? সরকার দেবে ৭১ লাখ!
Ireland News: জনসংখ্যা বিস্ফোরণে তৃতীয় বিশ্বের দেশ জর্জরিত। অথচ ইউরোপে আছে এমন এক দেশ যে নিজের জনসংখ্যা বাড়াতে চায়। সেই দেশে যেতে পারেন আপনিও। সেখানে বসতি স্থাপনের টাকা দেবে সেখানকার সরকারই। বরফে ঢাকা আয়ারল্যান্ড।
জনসংখ্যা বিস্ফোরণে তৃতীয় বিশ্বের দেশ জর্জরিত। অথচ ইউরোপে আছে এমন এক দেশ যে নিজের জনসংখ্যা বাড়াতে চায়। সেই দেশে যেতে পারেন আপনিও। সেখানে বসতি স্থাপনের টাকা দেবে সেখানকার সরকারই। বরফে ঢাকা আয়ারল্যান্ড। ছোট্ট এই দেশ আদতে বেশ কিছু দ্বীপ। ব্রিজের সাহায্যে যুক্ত সে দেশ। জনসংখ্যা খুবই কম। তাই আয়ারল্যান্ড সরকার আহ্বান করছে সেই দেশে গিয়ে বসবাস করতে। সেক্ষেত্রে পাওয়া যাবে ৭১ লক্ষ টাকা। আর লিভিং আইল্যান্ড প্রকল্পের অধীনে এই নতুন বসতি স্থাপনের উদ্যোগ। দ্বীপ রাষ্ট্র তাদের সমৃদ্ধির জন্য এই উদ্যোগ নিয়েছে। সেখানে থাকতে গেলে একটি দ্বীপে সম্পত্তি কিনতে হবে। সম্পত্তিটি ২ বছর অব্যবহৃত থাকতে হবে। সম্পত্তি ১৯৯৩ এর আগে তৈরি হতে হবে। দ্বীপের পরিত্যক্ত প্রাকৃতিক সম্পদের ব্যবহার করতে হবে। এই পুনর্বাসন প্রকল্পে আবেদন করা যাবে ১জুলাই ২০২৩ থেকে। প্রাপ্ত ৭১ লক্ষ টাকা ব্যবহার করা যাবে সংস্কার, পরিকাঠামো উন্নতি এবং ডিজাইনিং এর জন্য। এছাড়াও নতুন সম্পত্তি বাড়ি তৈরিতেও লাগানো যাবে।