Worker Bonus: বোনাস মিলবে ৩০ মাসের!

Worker Bonus: বোনাস মিলবে ৩০ মাসের!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 08, 2023 | 11:53 PM

১ মাস বা ২ মাসের বেতন, বোনাস হিসেবে তাঁদের দেওয়া হচ্ছে না। তাঁদের বোনাস দেওয়া হচ্ছে ৩০ মাসের বেতনের টাকা। এই বোনাস দেখে অনেকেই অবাক হচ্ছেন। সেই সংস্থা জানিয়েছিল ৮৩২ কোটি টাকার বেশি বোনাস দেওয়া হবে। তারপরেই কর্মীদের দেওয়া হল ৩০ মাসের বোনাস

চাকরি কর্মীদের জন্য সোনায় সোহাগা। তাইওয়ানের ইয়াং মিং মেরিন ট্রান্সপোর্টের কর্মীরা পাবেন অনেক টাকা বোনাস। ১ মাস বা ২ মাসের বেতন, বোনাস হিসেবে তাঁদের দেওয়া হচ্ছে না। তাঁদের বোনাস দেওয়া হচ্ছে ৩০ মাসের বেতনের টাকা। এই বোনাস দেখে অনেকেই অবাক হচ্ছেন। সেই সংস্থা জানিয়েছিল ৮৩২ কোটি টাকার বেশি বোনাস দেওয়া হবে। তারপরেই কর্মীদের দেওয়া হল ৩০ মাসের বোনাস। এই সংস্থা এর আগেও বিশাল অঙ্কের টাকা বোনাস দিয়েছিল। ২০২৩ সালে এই সংস্থা বোনাস দিয়েছিল ১২ মাসের। কিন্তু এবারে সেই সংস্থা কর্মীদের ৩০ মাসের বেতন দিচ্ছে। এই সংস্থা তাদের লাভের অন্তত ১% টাকা দিতে হবে কর্মীদের। কিন্তু কোন কর্মীরা কত টাকা লভ্যাংশ পাবে, সেটা সংস্থার সিদ্ধান্ত। এভারগ্রিন মেরিন সংস্থা কর্মীদের দেবে ১২ মাসের বেতন একসঙ্গে। মনে করা হচ্ছে এই বছর এভারগ্রিন মেরিনের আয বাড়বে ৯৮%। ইয়াং মিং মেরিন ট্রান্সপোর্টের আয় বাড়তে পারে ৯৯%।