Tajpur Weather: তাজপুর ডুবে যাবে! দুর্যোগে বড় আশঙ্কা
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ক্রমশ। ওড়িশা উপকূলে অবস্থান করা নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে বাংলার দিকে ধেয়ে আসছে। এর প্রভাবেই মে মাসের শেষলগ্নে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নামবে প্রবল বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে […]
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ক্রমশ। ওড়িশা উপকূলে অবস্থান করা নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে বাংলার দিকে ধেয়ে আসছে। এর প্রভাবেই মে মাসের শেষলগ্নে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নামবে প্রবল বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতও হতে পারে।
এই অবস্থায় সবচেয়ে চিন্তায় পড়েছেন উপকূলবর্তী গ্রামের বাসিন্দারা। তাজপুর, মন্দারমনি-সহ পূর্ব মেদিনীপুরের একাধিক সমুদ্র তীরবর্তী গ্রামে নেই কোনও শক্তপোক্ত বাঁধ। ফলে সমুদ্রের জলোচ্ছ্বাসে ভেসে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাঁরা বলছেন, ‘‘প্রতিবারই প্রশাসন প্রতিশ্রুতি দেয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না।’’
কী বলছেন উপকূলবাসীরা? দেখুন ভিডিয়ো।