বিজেপিতে যোগ দিলেন তনুশ্রী, সঙ্গে সোনালি, জটু, মাস্টারমশাই
বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021) টিকিট না পেয়ে এ বার ‘বিদ্রোহীদের’ তালিকায় নাম লেখালেন তৃণমূলের আরও কয়েকজন বিধায়ক (TMC)।
বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021) টিকিট না পেয়ে এ বার ‘বিদ্রোহীদের’ তালিকায় নাম লেখালেন তৃণমূলের আরও কয়েকজন বিধায়ক (TMC)। তবে টিকিট পাওয়া সত্ত্বেও দলবদলের নিদর্শনও রয়েছে। সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য (মাস্টারমশাই) নিজের ছেলেকে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। অন্যদিকে, দক্ষিণ বসিরহাটের বেসুরো তৃণমূল বিধায়ক দিপেন্দু বিশ্বাসও আজই গেরুয়া শিবিরে যোগদান করেছেন। বেশ কয়েক দিনের জল্পনার পর বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীও (Tanusree Chakraborty)। এ ছাড়াও সোনালি গুহ এবং হবিবপুরের টিকিট পাওয়া বিধায়ক সরলা মুর্মু যোগ দিচ্ছেন বিজেপিতে (BJP)।
Latest Videos