Jaghadhatri Puja 2023: তারকেশ্বর যেন মিনি চন্দননগর

Jaghadhatri Puja 2023: তারকেশ্বর যেন মিনি চন্দননগর

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 20, 2023 | 8:10 PM

Jaghadhatri Puja 2023: তারকেশ্বরের তালপুর গ্রাম যেন মিনি চন্দন নগর।পড়ায় পাড়ায় পূজিত হচ্ছেন মা জগদ্ধাত্রী।বছর বছর বাড়ছে এক একটা পূজা মন্ডপ।পিছিয়ে নেই গ্রামের মহিলারও গ্রামের পুরুষদের সাথে পাল্লা দিয়ে মেতেছেন জগদ্ধাত্রী বন্দনায়।

তারকেশ্বরের তালপুর গ্রাম যেন মিনি চন্দন নগর।পড়ায় পাড়ায় পূজিত হচ্ছেন মা জগদ্ধাত্রী।বছর বছর বাড়ছে এক একটা পূজা মন্ডপ।পিছিয়ে নেই গ্রামের মহিলারও গ্রামের পুরুষদের সাথে পাল্লা দিয়ে মেতেছেন জগদ্ধাত্রী বন্দনায়। গত বছর এই গ্রামে পূজা মণ্ডপের সংখ্যা ছিল বারোটি এবছর তৈরি হয়েছে তেরটি পূজা মন্ডপ।

দুর্গা পূজা নয় মূলত জগদ্ধাত্রী পূজার জন্যই অপেক্ষা করেন এই গ্রামের মানুষ জন। একই গ্রামে ধুমধাম করে এবছর প্রায় তেরটি পূজা মণ্ডপে জগদ্ধাত্রী পূজার আয়োজন করেছেন এই এলাকার মানুষ জন।

প্রতিটি পূজা মণ্ডপেই থিমের বৈচিত্র্য লক্ষ করা যায়। কোনো পূজা মন্ডপকে রূপ দেওয়া হয়েছে পল্লীগ্রামের আদলে কোনো পূজা মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে বাউল শিল্পীদের জীবন যাত্রা আবার কোনো পূজা মণ্ডপে তুলে ধরা হয়েছে দেশের নানান ইতিহাস।
বিগত কয়েক বছর ধরেই তালপুর গ্রামের জগদ্ধাত্রী পূজার কথা ছড়িয়ে পড়েছে জেলার আনাচে কানাচে শুধু হুগলি জেলাই নয় পার্শ্ববর্তী জেলা গুলি থেকেও পূজা দেখতে ভিড় জমান বহু মানুষ।
মূলত হুগলি জেলায় চন্দননগরের পর মানকুণ্ডু ,রিষড়া এবং সিঙ্গুরের পরই তারকেশ্বরের তালপুর গ্রামের নাম পরিচিতি পেয়েছে জগদ্ধাত্রী পূজার আয়োজনে। এই গ্রামে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে প্রত্যেক পরিবারেই উৎসবের চেহারা নেয়। সপ্তমীর দিন থেকেই জগদ্ধাত্রী বন্দনায় মেতে ওঠেন তালপুর গ্রামের মানুষ।