Tata Double Decker E Bus: দোতলা ই বাস আনছে টাটা
অতীতে বেশ জনপ্রিয় ছিল দোতলা বাস। কলকাতা ও মুম্বইয়ের রাস্তায় চলত ডবল ডেকার বাস। আবার রাস্তায় ফিরছে দোতলা বাস। অশোক লেল্যন্ডের সুইচ সম্প্রতি পথে নামিয়েছে গ্রিন ডবল ডেকার বাস। ইলেকট্রিক এই বাস চলছে মুম্বইয়ের পথে।
অতীতে বেশ জনপ্রিয় ছিল দোতলা বাস। কলকাতা ও মুম্বইয়ের রাস্তায় চলত ডবল ডেকার বাস। আবার রাস্তায় ফিরছে দোতলা বাস। অশোক লেল্যন্ডের সুইচ সম্প্রতি পথে নামিয়েছে গ্রিন ডবল ডেকার বাস। ইলেকট্রিক এই বাস চলছে মুম্বইয়ের পথে। সূত্রের খবর এরমধ্যে টাটা মোটরস ইলেকট্রিক দোতলা বাসের জন্য পেটেন্ট ফাইল করেছে। টাটার পেটেন্টে যে ছবি দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে লাল রঙের ই বাস। দোতলা এই বাসের উচ্চতা হবে ৯ মিটার। জানা যাচ্ছে টাটার বাসের প্রান্ত কার্ভড। জানলা বড় আর সামনে ও পিছনের দেওয়াল হবে স্বচ্ছ কাচের। বৃহনমুম্বই নগরপালিকা এলাকায় বর্তমানে ৯০০ বাসের প্রয়োজন আছে। ইতিমধ্যে ২০০ বাস দিয়েছে সুইচ। বাকি ৭০০ বাস সরবরাহের কথা ছিল কৌশিশ ই মোবিলিটির। কিন্তু বাতিল হয়ে যায় সেই অর্ডার। তাই টাটার কাছে সেই ৭০০ বাস সরবরাহের সুযোগ আছে। টাটা মোটরস দোতলা ই বাসের দৌড়ে নামলে প্রতিযোগিতা এর বাড়বে। সূত্রের খবর ৯ মিটার ও ১২ মিটার উচ্চতার বাস আনবে টাটা।