Tata Nano EV: ই ন্যানো কিনবেন?

Tata Motors Nano: রতন টাটার প্রিয় গাড়ি টাটা ন্যানো। এই গাড়ির উৎপাদন বহুদিন আগেই বন্ধ করেছে টাটা মোটর্স। তবে বাজারে পাওয়া যাচ্ছে টাটা ন্যানো আবার। পেট্রো জ্বালানি নয়, বৈদ্যুতিক ভেরিয়েন্টের টাটা ন্যানো পাওয়া যাচ্ছে।

Tata Nano EV: ই ন্যানো কিনবেন?
| Edited By: | Updated on: Nov 11, 2023 | 6:46 PM

রতন টাটার প্রিয় গাড়ি টাটা ন্যানো। এই গাড়ির উৎপাদন বহুদিন আগেই বন্ধ করেছে টাটা মোটর্স। তবে বাজারে পাওয়া যাচ্ছে টাটা ন্যানো আবার। পেট্রো জ্বালানি নয়, বৈদ্যুতিক ভেরিয়েন্টের টাটা ন্যানো পাওয়া যাচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেটে। রতন টাটার প্রিয় এই গাড়ির দাম ৩ থেকে ৫ লক্ষ টাকা।

তামিলনাড়ুর একটি ইঞ্জিনিয়ারিং সংস্থা জায়েম তৈরি করছে এই গাড়ির ব্যাটারি সংস্করণ। খোদ টাটা হাত মিলিয়েছে ইঞ্জিনিয়ারিং সংস্থা জায়েমের সঙ্গে। ন্যানোর নতুন এই ব্যাটারি ভেরিয়েন্টের নাম জায়েম নিও। ইঞ্জিনিয়ারিং সংস্থা জায়েম ২০১৮-তে ওলা ইলেকট্রিককে এরকম ৪০০ টি ব্যাটারি চালিত ন্যানো গাড়ি তৈরি করে দেয়। বর্তমানে দিল্লি, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুতে বিক্রি হচ্ছে জায়েম নিও। একবার ফুল চার্জে ১৩০ কিমি যায় এই জায়েম নিও গাড়ি।

Follow Us: