Tathagata Roy: ‘বৃত্তের বাইরে দিলীপ’, এবার শুভেন্দুকে নিয়ে বড় কথা তথাগতর
Tathagata on Suvendu: তাঁর সাফ কথা, “বঙ্গ বিজেপির মুখ করা উচিত শুভেন্দু অধিকারীকে।” আসন্ন বিধানসভা ভোটের আগে তথাগত রায়ের এই মন্তব্যেই জোর শোরগোল রাজ্য-রাজনীতিতে। অন্যদিকে দিলীপ ঘোষ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “যিনি বৃত্তের বাইরে চলে গিয়েছেন তাঁকে নিয়ে কী কথা বলব।”
কলকাতা: ভোটের দামামা বাজতে না বাজতেই বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হয়ে ব্য়াট ধরতে দেখা গেল তথাগত রায়কে। তাঁর সাফ কথা, “বঙ্গ বিজেপির মুখ করা উচিত শুভেন্দু অধিকারীকে।” আসন্ন বিধানসভা ভোটের আগে তথাগত রায়ের এই মন্তব্যেই জোর শোরগোল রাজ্য-রাজনীতিতে। অন্যদিকে দিলীপ ঘোষ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “যিনি বৃত্তের বাইরে চলে গিয়েছেন তাঁকে নিয়ে কী কথা বলব।” এরপরই শুভেন্দুকে বেছে নেওয়া প্রসঙ্গে বলেন, “আজকে তো আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো ব্যক্তি নেই যাঁকে আমরা দাঁড় করাতে পারব। কিন্তু যাঁরা আছেন তাঁর মধ্যে অবশ্যই শুভেন্দু অধিকারী রয়েছেন বলে আমার মত।”

