e উড়ে গেল অ্যাসবেস্টসের ছাউনি, TMC নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, কী চলছে কুলপিতে? - Bengali News | Tension in Kulpi after blast in a car of a TMC leader | TV9 Bangla News

উড়ে গেল অ্যাসবেস্টসের ছাউনি, TMC নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, কী চলছে কুলপিতে?

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 31, 2026 | 12:15 PM

বাংলায় বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই। তার আগে রাজনৈতিক হিংসা কি বাড়তে চলেছে? শনিবার দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে এক তৃণমূল নেতার গাড়িতে বিস্ফোরণের পর এই প্রশ্ন উঠছে। শুক্রবার মাঝরাতে ভয়াবহ বিস্ফোরণে দুমড়ে-মুচড়ে গেল তৃণমূল নেতার গাড়ি। এমনকি, অ্যাসবেস্টসের ছাউনিও ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কুলপির গাজিপুর পঞ্চায়েতের ছামনাবুনি গ্রামে। শনিবার সকালেও এলাকা থমথমে। তৃণমূলের অভিযোগ, বিরোধীরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। অন্যদিকে, আইএসএফের দাবি, বোমা মজুত করেছিলেন তৃণমূল নেতা। তাতেই বিস্ফোরণ ঘটেছে। ঘটনার তদন্তে নেমেছে কুলপি থানার পুলিশ।

বাংলায় বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই। তার আগে রাজনৈতিক হিংসা কি বাড়তে চলেছে? শনিবার দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে এক তৃণমূল নেতার গাড়িতে বিস্ফোরণের পর এই প্রশ্ন উঠছে। শুক্রবার মাঝরাতে ভয়াবহ বিস্ফোরণে দুমড়ে-মুচড়ে গেল তৃণমূল নেতার গাড়ি। এমনকি, অ্যাসবেস্টসের ছাউনিও ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কুলপির গাজিপুর পঞ্চায়েতের ছামনাবুনি গ্রামে। শনিবার সকালেও এলাকা থমথমে। তৃণমূলের অভিযোগ, বিরোধীরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। অন্যদিকে, আইএসএফের দাবি, বোমা মজুত করেছিলেন তৃণমূল নেতা। তাতেই বিস্ফোরণ ঘটেছে। ঘটনার তদন্তে নেমেছে কুলপি থানার পুলিশ।

Published on: Jan 31, 2026 12:14 PM