Murshidabad News: সামশেরগঞ্জে ভয়াবহ ভাঙন
সামসেরগঞ্জের উত্তর চাঁচন্ড গ্রামে ভয়াবহ গঙ্গা ভাঙন। বৃহস্পতিবার ভোর রাত থেকে গঙ্গা ভাঙ্গনের গর্ভে তলিয়ে গেলো ২০ থেকে ২৫ টি বাড়ি। তলিয়ে গিয়েছে কৃষি জমি থেকে শুরু করে গাছপালা সহ বিভিন্ন সামগ্রী। গঙ্গা গর্ভে বিলীন হয়ে গিয়েছে দীর্ঘদিনের মাটির বাঁধ।
সামসেরগঞ্জের উত্তর চাঁচন্ড গ্রামে ভয়াবহ গঙ্গা ভাঙন। বৃহস্পতিবার ভোর রাত থেকে গঙ্গা ভাঙ্গনের গর্ভে তলিয়ে গেলো ২০ থেকে ২৫ টি বাড়ি। তলিয়ে গিয়েছে কৃষি জমি থেকে শুরু করে গাছপালা সহ বিভিন্ন সামগ্রী। গঙ্গা গর্ভে বিলীন হয়ে গিয়েছে দীর্ঘদিনের মাটির বাঁধ। বাড়িঘরের যাবতীয় আসবাব পত্র গঙ্গায় পড়ে গেলেও ঘুম থেকে জেগে কোনরকমে প্রাণে বেচেঁছেন পরিবারের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের উত্তর চাঁচন্ড গ্রামজুড়ে।
ভাঙ্গনের আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র পালাচ্ছেন স্থানীয় কয়েক’শ’ পরিবার। নিজ নিজ সামগ্রী নিয়ে পালানোর হিড়িক পড়েছে গ্রামজুড়ে। রাতের অন্ধকারে এমন ভয়াবহ গঙ্গা ভাঙ্গনের আতঙ্কে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে উত্তর চাঁচন্ডতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ উত্তর চাঁচন্ড গ্রামে ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়। চোখের নিমিষেই তলিয়ে যায় গঙ্গা তীরবর্তী এলাকায় ২০ থেকে ২৫টি বাড়ি।
বাড়ি ছেড়ে জীবন বাজি রেখে কোনরকমে বেড়িয়ে আসতে সক্ষম হন পরিবারের সদস্যরা। ভোর রাত থেকে ভয়াবহ ভাঙ্গন শুরু হতেই এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। বাড়ি ঘর থেকে যা যা সামগ্রী রয়েছে তা নিয়ে অন্যত্র পালাতে শুরু করেন সাধারন মানুষ। উত্তর চাঁচন্ড গ্রামের মত ঘনবসতিপূর্ন এলাকায় ভাঙ্গন ঘিরে গ্রামজুড়ে হাহাকার আর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

