Tesla News: চাকরি খুঁজছেন? লোক নিচ্ছে টেসলা
Tesla: যে ১৩টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে টেসলা তার মধ্যে রয়েছে সার্ভিস অ্যাডভাইসর, স্টোর ম্যানেজার, গ্রাহক সহায়তা বিশেষজ্ঞ, সার্ভিস ম্যানেজার ও সার্ভিস টেকনিশিয়ান।
আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে টেসলার সিইও ধনকুবের ইলন মাস্কের সঙ্গে বৈঠক হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর তারপরই দেখা গেল টেসলার একটি বিজ্ঞাপন। যেখানে তারা ভারতে নিয়োগের জন্য ১৩টি পদে লোক নেবে বলে উল্লেখ করা হয়েছে।
যে ১৩টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে টেসলা তার মধ্যে রয়েছে সার্ভিস অ্যাডভাইসর, স্টোর ম্যানেজার, গ্রাহক সহায়তা বিশেষজ্ঞ, সার্ভিস ম্যানেজার ও সার্ভিস টেকনিশিয়ান। এ ছাড়াও তারা অর্ডার অপারেশন স্পেশালিস্ট, ইনসাইড সেলস অ্যাডভাইসর, কনজিউমার এনগেজমেন্ট ম্যানেজার, টেসলা অ্যাডভাইসর, বিজনেস অপারেশন অ্যানালিস্ট, ডেলিভারি অপারেশন স্পেশালিস্ট, পার্টস অ্যাডভাইসর ও কাস্টমার সাপোর্ট সুপারভাইজর পদে নিয়োগ করবে।

