Visa Free Travel: ভিসা ছাড়াই থাইল্যান্ড আর শ্রীলঙ্কায়
ব্যাপক সংখ্যক ভারতীয়রা বিদেশ ভ্রমণ করেন। ২০১৯ এ ২.৭ কোটি ভারতীয় বিদেশ ভ্রমণ করেন। ২০২২ এ ২.১ কোটি ভারতীয় বিদেশ ভ্রমণ করেন। প্রতি বছর ১২ লক্ষ ভারতীয় থাইল্যান্ডে বেড়াতে যান। এই বছরের ১০ নভেম্বর থেকে আগামই বছরের ১০ মে পর্যন্ত ভারতীয়দের বিশেষ সুযোগ দিল থাইল্যান্ড।
ব্যাপক সংখ্যক ভারতীয়রা বিদেশ ভ্রমণ করেন। ২০১৯ এ ২.৭ কোটি ভারতীয় বিদেশ ভ্রমণ করেন। ২০২২ এ ২.১ কোটি ভারতীয় বিদেশ ভ্রমণ করেন। প্রতি বছর ১২ লক্ষ ভারতীয় থাইল্যান্ডে বেড়াতে যান। এই বছরের ১০ নভেম্বর থেকে আগামই বছরের ১০ মে পর্যন্ত ভারতীয়দের বিশেষ সুযোগ দিল থাইল্যান্ড। ভারত ও তাইওয়ানের নাগরিকদের ভিসামুক্ত পর্যটনের সুবিধা দিচ্ছে থাইল্যান্ড।
এই টুরিস্ট ভিসার মেয়াদ ৩০ দিন। এবছর থাইল্যান্ডে যত টুরিস্ট এসেছে তারমধ্যে ৪র্থ স্থানে ভারতীয় পর্যটকরা । মালোয়েশিয়া, চিন ও দক্ষিণ কোরিয় পর্যটকদের পরই ভারতীয় পর্যটকদের স্থান। একই সময়ে শ্রীলঙ্কা সরকার জানাচ্ছে ভারতীয়রা দ্বীপরাষ্ট্রে ভিসামুক্ত ভ্রমণ করতে পারবে। এই সুযোগ ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত। ভারত ছাড়াও ৭টি দেশের নাগরিকদের এই সুযোগ দিচ্ছে শ্রীলঙ্কা। ভারতীয়দের পছন্দের ১০ আন্তর্জাতিক ডেস্টিনেশন। দুবাই, সৌদি আরব, আমেরিকা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, লন্ডন, কাতার, কুয়েত, কানাডা ও ওমান।