Chinsurah News: পানীয় জলের লাইন, সেখানেও দুর্নীতি!

Chinsurah News: পানীয় জলের লাইন, সেখানেও দুর্নীতি!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 15, 2023 | 7:10 PM

হুগলি চুঁচুড়া পুরসভার এগারো নম্বর ওয়ার্ড জগুদাসপাড়া এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে পাইপ লাইন বসাচ্ছে পুরসভা।একই হোল্ডিং একাধিক শরীক থাকলে তারা বিনা মূল্যে এই জল পাবেন।অভিযোগ ঠিকাদার নাগরিকদের কাছ থেকে রসিদ ছাড়া টাকা নিচ্ছিল।

হুগলি চুঁচুড়া পুরসভার এগারো নম্বর ওয়ার্ড জগুদাসপাড়া এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে পাইপ লাইন বসাচ্ছে পুরসভা।একই হোল্ডিং একাধিক শরীক থাকলে তারা বিনা মূল্যে এই জল পাবেন।অভিযোগ ঠিকাদার নাগরিকদের কাছ থেকে রসিদ ছাড়া টাকা নিচ্ছিল।
চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বিষয়টি জানতে পেরে আজ স্থানীয় কাউন্সিলর মৌসুমী বসু জল দপ্তরের সিআইসি দিব্যেন্দু অধিকারী ও ঠিকাদার স্বর্ণাভ ঘোষকে নিয়ে জগুদাসপাড়ায় যান।মানুষের অভিযোগ শোনেন এবং যাদের থেকে টাকা নেওয়া হয়েছিল সব টাকা নদগে ফেরানোর ব্যবস্থা করেন।বিধায়ক বলেন, জলের লাইন বসানোর কাজ দেখার জন্য একজন নোডাল অফিসার রয়েছে,কাউন্সিলর রয়েছেন সিআইসি রয়েছেন কেউ জানেনা টাকা নেওয়ার বিষয়ে।চেয়ারম্যান বা পুরসভাতেও কেউ অভিযোগ করেনি।ঠিকাদারকে টাকা নেওয়ার জন্য রীতিমত ধমক দেন বিধায়ক।তারপর টাকা ফেরত দিতে বলেন। কেন টাকা নিয়েছিলেন এ প্রশ্নে ঠিকাদার সদুত্তর দিতে পারেনি। জল দপ্তরের সিআইসি বলেন,একদম বিনা পয়সায় এই জল বাড়িতে দেওয়া হচ্ছে।পনেরো মিটার লাইনের জন্য কোনো টাকা দেওয়া হচ্ছে না।ঠিকাদার কেন টাকা নিল জানিনা। জগুদাসপাড়ার বাসিন্দা বিশ্বনাথ দাস বলেন,ঠিকাদার বলল পাইপ বসাতে টাকা দিতে হবে।পাইপের যা মাপ বলল হিসাব করে দেখলাম আড়াই হাজার টাকা।টাকা দিয়ে দিলাম। নমিতা দাস বলেন,রসিদ ছাড়া টাকা নিয়ে গেছে।টাকা ফেরত চেয়েছিলাম দেয়নি।বিধায়ক এসে টাকা ফেরতের ব্যবস্থা করেছেন। বিজেপি হুগলি জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন,টাকা ওঠে এভাবেই।তার ভাগ যায় নেতাদের কাছে। তবে ঠিকাদার হয়ত এবার না বলে তুলেছেন।তাই টাকা ফেরতের নাটক। এই ঘটনা নিয়ে বিতর্ক তৈরী হতেই আগামী কাল পুরসভার কাউন্সিলর ও ঠিকাদারদের নিয়ে মিটিং ডেকেছেন বিধায়ক।।