Phone Charging Tips: বালিশের নিচে ফোন রাখেন?
অনেকেই রাতে ফোন চার্জে দিয়ে ঘুমান। এই কারণে বাড়তে পারে বিপদের ঝুঁকি। এমনটাই জানাচ্ছে আইফোন নির্মাতা সংস্থা। চার্জিং তারের পাশে ঘুমালে বৈদ্যুতিক শকের সম্ভাবনা অনেকেটাই বেড়ে যায়। এমনকি এখান থেকে আগুনও লাগতে পারে।
অনেকেই রাতে ফোন চার্জে দিয়ে ঘুমান। এই কারণে বাড়তে পারে বিপদের ঝুঁকি। এমনটাই জানাচ্ছে আইফোন নির্মাতা সংস্থা। চার্জিং তারের পাশে ঘুমালে বৈদ্যুতিক শকের সম্ভাবনা অনেকেটাই বেড়ে যায়। এমনকি এখান থেকে আগুনও লাগতে পারে। বদ্ধ জায়গায় ফোনে চার্জ দেওয়া উচিত না। কখনও ভুলেও বালিশের নিচে রেখে ফোন চার্জে দেবেন না। ফোন গরম হয়ে বিপদ ঘটতে পারে। খোলামেলা জায়গায় ফোন চার্জে দেওয়া ভাল। এইভাবে আপনি বিপদের ঝুঁকি এড়াতে পারবেন। ফোনে সস্তার থার্ড পার্টি চার্জার ব্যবহার করা ভাল না। সেখান থেকেও বিপদ হতে পারে। আইফোন চার্জ করতে ব্যবহার করুন USB 2.0 অ্যাডাপটার ও কেবল। জলের পাশে ফোন চার্জে দেবেন না। ক্ষতিগ্রস্ত চার্জার এড়িয়ে চলুন।
Latest Videos