AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda News: কালোবাজারি, ১০ ডিলারকে শো-কজ!

Malda News: কালোবাজারি, ১০ ডিলারকে শো-কজ!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 22, 2023 | 8:18 PM

Share

Malda News: কালোবাজারি, গোপনে পাচার। ১০ জন সারের ডিলারকে শোকজ। দুজনের লাইসেন্স বাতিলের প্রকৃয়া শুরু। সারের কালোবাজারি রুখতে কোমড় বেঁধে নামল কৃষি দফতর।

মালদা- কালোবাজারি, গোপনে পাচার। ১০ জন সারের ডিলারকে শোকজ। দুজনের লাইসেন্স বাতিলের প্রকৃয়া শুরু। সারের কালোবাজারি রুখতে কোমড় বেঁধে নামল কৃষি দফতর। আর সেক্ষত্রে দফতরের কিছু কর্মীর ওপরেও নজর রাখা হচ্ছে। যাদের বিরুদ্ধে এই কালোবাজারিতে মদত দেওয়ার অভিযোগ রয়েছে। প্রয়োজনে তাঁদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

সরকার নির্ধারিত মূল্যের সার গোপনে পাচারের সময় পুলিশকে নিয়ে আটকও করেছে কৃষি দফতর। একটি ওল্ড মালদায় এবং একটি গাজোলে। বস্তা বস্তা সেই সার ট্রাক ভর্তি। সরকারি নির্দেশকে মূলত বুড়ো আঙুল দেখিয়ে এক শ্রেণীর সার ব্যবসায়ীরা চড়া দামে সার বিক্রি করছে বলে অভিযোগ। যার ফলে সমস্যায় পড়েছে কৃষকরা। স্যারের এই কালোবাজারি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে কৃষকরা। শীতের মরসুমে আলু চাষে প্রয়োজন অধিক পরিমাণ রাসায়নিক সার, আর সেই সার বিক্রি করা নিয়ে কালোবাজারির অভিযোগ উঠেছে।গাজোল এবং ওল্ড মালদা ব্লকের আলু চাষিরা রীতিমতো সমস্যায় পড়েছে।

কৃষকদের অভিযোগ আলু চাষের ক্ষেত্রে রাসায়নিক সার হিসেবে এনপিকে বা ২৬২৬ সারের চাহিদা বেশি যার ফলে সরকারি নির্ধারিত যা দাম ১৪৭০ টাকা, সেই সার বাজারে কিছু অসাধু সার ব্যবসায়ীরা ৫০০ টাকা বেশি দামে বিক্রি করছে। সরকারি সরকারের নির্ধারিত মূল্যকে মানা হচ্ছে না।এই বিষয়ে কৃষি দপ্তরকে অভিযোগও জানানো হয়েছে।এরপরেই পুলিশের সাহায্য নিয়ে কালোবাজারি রুখতে মাঠে নামে কৃষি দফতর। চলছে অভিযান।