South Dinajpur Flood News: সব ডুবে গেছে!
বন্যার জলে বাড়িঘর সব ডুবে গেছে। অভুক্ত অবস্থায় রয়েছে শিশু থেকে বৃদ্ধ। এমতাবস্থায়ও। গতকাল থেকে ত্রাণ পাচ্ছেন না বন্যা দুর্গতরা। ত্রাণের দাবিতে সোমবার দুপুরে ত্রাণের দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ধুমসাদিঘীতে জাতীয় সড়ক অবরোধ করল বন্যার্ত মানুষের।
বন্যার জলে বাড়িঘর সব ডুবে গেছে। অভুক্ত অবস্থায় রয়েছে শিশু থেকে বৃদ্ধ। এমতাবস্থায়ও। গতকাল থেকে ত্রাণ পাচ্ছেন না বন্যা দুর্গতরা। ত্রাণের দাবিতে সোমবার দুপুরে ত্রাণের দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ধুমসাদিঘীতে জাতীয় সড়ক অবরোধ করল বন্যার্ত মানুষের। এমনকি স্থানীয় পঞ্চায়েত সদস্যাকে পেয়ে তাকে আটকে রেখে বিক্ষোভ করেন শতাধিক মহিলা। বন্যার্তদের অভিযোগ তারা খাবার পাচ্ছে না। তাই পঞ্চায়েত সদস্যাকেও কোথাও যেতে দেবেন না। এদিকে পথ অবরোধের জেরে বুনিয়াদপুর মালদা জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলায় বংশীহারী থানার পুলিশ৷ পরে পুলিশের হস্তক্ষেপে ঘণ্টাখানেক পর অবরোধ ওঠে। স্বাভাবিক হয় পরিস্থিতি।
প্রসঙ্গত, টানা চার দিনের লাগাতার বর্ষণে জল বেড়েছে টাঙ্গন নদীতে। বর্তমানে বিপদ সীমার উপর দিয়ে বইছে জল। ফলে জেলার কুশমণ্ডি, হরিরামপুর, এবং বংশীহারী ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জলমগ্ন মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের মহাবাড়ী গ্রাম পঞ্চায়েতের উত্তর শ্যামপুর, দক্ষিণ শ্যামপুর এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু মানুষ কে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হলেও পর্যাপ্ত ত্রাণ নেই। অভিযোগ খাবার দেওয়া হয়নি তাদের। শুকনো খাবার বা রান্না খাবার কোনটাই না পাওয়ায় এদিন খাবারের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। ওই দুই গ্রামের মানুষজন এদিন ধুমসাদীঘি বাসস্ট্যান্ডে এসে পর্যাপ্ত ত্রানের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখা থাকেন। খাবারের দাবিতে স্থানীয় পঞ্চায়েত সদস্য রুপা চক্রবর্তীকে ও আটকে বিক্ষোভ দেখান তারা।
যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্য রূপা চক্রবর্তী বিষয়টি পঞ্চায়েত ও বিডিও কে জানান। বিডিও এর তরফে খাবার দেওয়ার আশ্বাস পাওয়া গিয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, জেলার ব্লক স্তরে পর্যাপ্ত ত্রাণ ও খাবারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।