Jalpaiguri News: ইঁদুরের কমলা দাঁত, পেছন দিকে হাঁটে!
বৈকন্ঠপুর বনবিভাগের জঙ্গল থেকে গত রবিবার একটি ইঁদুর উদ্ধার হয়েছে। যেই ইঁদুর টির দাঁত কমলা রঙের,মানুষের বাচ্চার মতো অবিকল তার কান্নার আওয়াজ এবং সেটি উলটো দিকে হাঁটে। এমন অদ্ভুত বৈশিষ্ট্যের ইঁদুর বৈকন্ঠপুর বনবিভাগের ১৫০ বছরের ইতিহাসে দেখা যায়নি বলে জানা গেছে।
বৈকন্ঠপুর বনবিভাগের জঙ্গল থেকে গত রবিবার একটি ইঁদুর উদ্ধার হয়েছে। যেই ইঁদুর টির দাঁত কমলা রঙের,মানুষের বাচ্চার মতো অবিকল তার কান্নার আওয়াজ এবং সেটি উলটো দিকে হাঁটে। এমন অদ্ভুত বৈশিষ্ট্যের ইঁদুর বৈকন্ঠপুর বনবিভাগের ১৫০ বছরের ইতিহাসে দেখা যায়নি বলে জানা গেছে।জলপাইগুড়ি জেলার বৈকন্ঠপুর বনবিভাগের অন্তর্গত পানাশগুড়ি গ্রামের একটি পোলট্রি ফার্ম সংলগ্ন এলাকায় গত রবিবার স্থানীয় বাসিন্দারা একটি অদ্ভুত দর্শন প্রানী দেখতে পায়। এরপর গ্রামবাসীরা বৈকন্ঠপুর বনবিভাগের আমবাড়ি রেঞ্জে যোগাযোগ করে।
খবর পেয়ে বনকর্মীরা গিয়ে প্রানীটিকে উদ্ধার করে নিয়ে আসে।উদ্ধারকারী আমবাড়ি রেঞ্জের বনকর্মী গাঠিয়া রায় বলেন গ্রামের নদী থেকে কাঁকড়া ধরে ফিরছিলো কিছু লোক। তারাই প্রথম প্রানীটিকে দেখতে পায়। এরপর আমাদের খবর দিলে আমরা গিয়ে তাকে উদ্ধার করি। উদ্ধারের পর তার চরিত্র দেখে আমরা নিজেরাই অবাক হয়ে যাই। ইঁদুরের মতো দেখতে প্রানীটি উলটো দিকে হাঁটে। দীর্ঘদিন ধরে আমি জঙ্গলে কাজ করে যাচ্ছি। নিয়ম করে জঙ্গলে যাই। কিন্তু এই প্রানী আমি প্রথম দেখলাম।
রেঞ্জ অফিসার আলমগীর হক বলেন আমাদের রেঞ্জের কর্মীরা প্রানীটি উদ্ধার করে নিয়ে আসার পর আমি লক্ষ করি প্রানীটি ইঁদুরের মতো। কিন্তু তার দাঁত কমলা রঙের। ভয় পেলে মানুষের সন্তানের মতো কেঁদে ওঠে। উলটো দিকে হাঁটে। এরপর আমি আমাদের আধিকারিকদের সাথে যোগাযোগ করি। তাদের নির্দেশ মতো প্রানীটির ছবি জু লজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দপ্তরে পাঠাই।এরপর সেখান থেকে আমাদের জানানো হয় এটি BAMBOO RAT যা দক্ষিণ-পূর্ব নেপাল থেকে শুরু করে দক্ষিন চীন এবং মায়নমার সহ থাইল্যান্ড পর্যন্ত উচ্চভূমিতে বাঁশের বাগানে বাস করে। এরা যেহেতু বাঁশের শুট (অঙ্কুর) খায় তাই ওই সমস্ত এলাকার বাঁশ ঝাড়ে থাকে। এরা দলবদ্ধ জীব। অত্যন্ত লাজুক স্বভাবের হয়ে থাকে। কিন্তু বৈকুণ্ঠপুর জঙ্গলের ১৫০ বছরের ইতিহাসে প্রথম এই জাতীয় ইঁদুর দেখা গেল। এর পরিচয় জানবার পর আমরা উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে প্রানীটিকে ফের তার বাসস্থান এলাকায় ফিরিয়ে দিয়েছি। পাশাপাশি জঙ্গলে এই জাতীয় ইঁদুর আরও আছে কিনা তা নিয়ে খোঁজ চালাচ্ছি।