Nadia News: পার্টি অফিসেই ঝুলন্ত দেহ তৃণমূল কাউন্সিলরের
নদীয়ার যুব তৃণমূল নেতার অকাল মৃত্যু ঘিরে শোকের ছায়া। হরিণঘাটায় তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার রাকেশ পারুয়ের। বয়স প্রায় ৩০। তিনি ছিলেন হরিণঘাটা পৌরসভার কাউন্সিলর ও তৃণমূল ছাত্র পরিষদের জেলা নেতা। পরিবারের দাবি, মানসিক অবসাদে ভুগছিলেন, ছিল ঋণের চাপও। আত্মহত্যার আসল কারণ নিয়ে ধোঁয়াশা। রাজনৈতিক মহল হতবাক, একজন উদীয়মান নেতার এমন মৃত্যুতে। […]
নদীয়ার যুব তৃণমূল নেতার অকাল মৃত্যু ঘিরে শোকের ছায়া।
হরিণঘাটায় তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার রাকেশ পারুয়ের। বয়স প্রায় ৩০। তিনি ছিলেন হরিণঘাটা পৌরসভার কাউন্সিলর ও তৃণমূল ছাত্র পরিষদের জেলা নেতা। পরিবারের দাবি, মানসিক অবসাদে ভুগছিলেন, ছিল ঋণের চাপও। আত্মহত্যার আসল কারণ নিয়ে ধোঁয়াশা। রাজনৈতিক মহল হতবাক, একজন উদীয়মান নেতার এমন মৃত্যুতে। শুক্রবার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে, রিপোর্টের অপেক্ষায় পুলিশ। গোটা জেলায় নেমে এসেছে শোকের ছায়া। কী বলছে তার পরিবার? কী বলছে হরিণঘাটা পৌরসভার পৌর প্রধান দেবাশীষ বসু? দেখুন ভিডিয়ো
Latest Videos
মুর্শিদাবাদে মুসলিম নেত্রীদের দল ছাড়া চলছেই! 'মমতার কথাতেই...'
যুবভারতীকাণ্ডের এক সপ্তাহ পর মুখ খুললেন সুজিত বসু
'ওর হাতটা তখন ঠিক আমার এতটা কাছে চলে এসেছিল', কী হল লগ্নজিতার সঙ্গে?
তালিকায় জীবিত ব্যক্তি হলেন মৃত, আর মৃত হয়ে উঠলেন জীবিত!

