Benefits Of Ashwagandha: অশ্বগন্ধার হর্স পাওয়ার!

গত ২০-৩০ বছরে পুরুষদের বন্ধ্যাত্ব বেড়েছে। মেল ফার্টিলিটি হুহু করে বারাতে পারে একটি ভেষজ, অশ্বগন্ধা। আয়ুর্বেদিক এই মহৌষধিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভনয়েডস। বিশেষজ্ঞরা বলেন এর নিয়মিত সেবন মেল ফার্টিলিটি বাড়ায় দূরে থাকে একাধিক রোগ।

Benefits Of Ashwagandha: অশ্বগন্ধার হর্স পাওয়ার!
| Edited By: | Updated on: Sep 10, 2023 | 12:51 PM

গত ২০-৩০ বছরে পুরুষদের বন্ধ্যাত্ব বেড়েছে। মেল ফার্টিলিটি হুহু করে বারাতে পারে একটি ভেষজ, অশ্বগন্ধা। আয়ুর্বেদিক এই মহৌষধিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভনয়েডস। বিশেষজ্ঞরা বলেন এর নিয়মিত সেবন মেল ফার্টিলিটি বাড়ায় দূরে থাকে একাধিক রোগ। বাবা হওয়ার পথে দূর হবে সমস্ত বাধা। অশ্বগন্ধা টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায়। হাড় ও পেশির জোর বাড়ায় এই ভেষজ। স্পার্ম কাউন্ট বাড়ায় অশ্বগন্ধা। ইদানিং অনেক পুরুষের বেহিসাবি জীবনযাপনের জন্য স্পার্ম কাউন্ট কমে। তাঁদের জন্য ভাল ফল দেয় অশ্বগন্ধা। যৌনাঙ্গে রক্ত সঞ্চালন বাড়িয়ে ইরেকটাইল ডিসফাংশান দূর করে অশ্বগন্ধা। দাম্পত্য সমস্যা দূর করতে তাই মহৌষধ অশ্বগন্ধা। হাই ব্লাড সুগার চোখ, স্নায়ু, বৃক্ক ছাড়াও বন্ধাত্ব ডেকে এনে বৈবাহিক জীবন নষ্ট করে। এই সব সমস্যার একটাই সমাধান অশ্বগন্ধা। মন খারাপ, অবসাদ কমায় স্পার্ম কাউন্ট। যৌন স্বাস্থ্যের মান খারাপ হয়। এক্ষেত্রে অশ্বগন্ধা হ্যাপি হরমোন ক্ষরণ বাড়িয়ে ফার্টিলিটি ঠিকঠাক রাখে।

Follow Us: