The Highest Kali: কলকাতার সবচেয়ে বড় কালীর পুজো কোথায় হয় জানেন?

The Highest Kali: কলকাতার সবচেয়ে বড় কালীর পুজো কোথায় হয় জানেন?

TV9 Bangla Digital

| Edited By: aryama das

Updated on: Nov 15, 2021 | 4:20 PM

সেই সত্তরের দশকেই গঙ্গার ধারে আর এক পুজো হত, যেখানে মায়ের মূর্তি ছিল ৪০ ফুটের চেয়ে বেশি...

সত্তরের দশকে কলকাতার বড় পুজো বলতে ৩টে নাম মাথায় আসত। ফাটাকেষ্টর কালী পুজো, সৌমেন মিত্রের কালীপুজো এবং মহম্মদ আলি পার্কের কালীপুজো। তবে সেই সত্তরের দশকেই গঙ্গার ধারে আর এক পুজো হত, যেখানে মায়ের মূর্তি ছিল ৪০ ফুটের চেয়ে বেশি। বর্তমানে সেই পুজো উত্তর কলকাতাতেই অবস্থিত, ঠাকুরের উচ্চতা ৩৪ ফুট হয় এখন। আপনি কি জানেন কোথায় হয় এই পুজোটা?