Uttarkanya Abhijan: কাল সভা, মঞ্চই বাঁধা হয়নি এখনও…
সামনেই বিধানসভা ভোট। আর তার আগে একুশে জুলাই যেন তৃণমূলের ভোট প্রচারের ঝাঁঝ বাড়ানোর সূচনা। ধর্মতলায় তৈরি হচ্ছে বিশাল মঞ্চ, একেবারে তিনটি মঞ্চ গড়ে উঠছে ভিক্টোরিয়া হাউসের সামনে। ধর্মতলা জুড়ে সাজো-সাজো রব। অন্যদিকে, উত্তরে শিলিগুড়ির চুণাভাটি ফুটবল মাঠে সভা করতে চলেছে বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হবে বিশাল জমায়েত। সকাল থেকেই জলমগ্ন মাঠে চলছে প্রস্তুতি। জমা […]
সামনেই বিধানসভা ভোট। আর তার আগে একুশে জুলাই যেন তৃণমূলের ভোট প্রচারের ঝাঁঝ বাড়ানোর সূচনা। ধর্মতলায় তৈরি হচ্ছে বিশাল মঞ্চ, একেবারে তিনটি মঞ্চ গড়ে উঠছে ভিক্টোরিয়া হাউসের সামনে। ধর্মতলা জুড়ে সাজো-সাজো রব।
অন্যদিকে, উত্তরে শিলিগুড়ির চুণাভাটি ফুটবল মাঠে সভা করতে চলেছে বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হবে বিশাল জমায়েত। সকাল থেকেই জলমগ্ন মাঠে চলছে প্রস্তুতি। জমা জল সরিয়ে তৈরি করা হচ্ছে সভামঞ্চ। তিনবাতি মোড় থেকে দশ হাজার কর্মী মিছিল করে পৌঁছবেন সভাস্থলে।
এই সভাকে ঘিরে শিলিগুড়িতেও নিরাপত্তার কড়াকড়ি। থাকবে দেড় হাজার পুলিশ, নজরদারি ড্রোন ও ভিডিও রেকর্ডিং। উত্তরকণ্যা র্যালির পথেও বাড়তি নজরদারি।
সব মিলিয়ে সপ্তাহের শুরুতেই রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ তুঙ্গে। দেখুন ভিডিয়ো

