Purba Medinipur TMC News: তৃণমূলের পঞ্চায়েতে হামলা তৃণমূলের!

Purba Medinipur TMC News: তৃণমূলের পঞ্চায়েতে হামলা তৃণমূলের!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 02, 2023 | 6:47 PM

এবার খোদ জেলা পরিষদের সভাধিপতি ও পটাসপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিকের কেন্দ্র প্রকাশ্যে কোন্দলের জেরে ভাঙচুর গ্রাম পঞ্চায়েত অফিস। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে ভাঙচুর চালালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে ভাঙচুর চালালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এবার খোদ জেলা পরিষদের সভাধিপতি ও পটাসপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিকের কেন্দ্র প্রকাশ্যে কোন্দলের জেরে ভাঙচুর গ্রাম পঞ্চায়েত অফিস। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে ভাঙচুর চালালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ মারধর করা হয় তৃণমূল পরিচালিত প্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতিকে। ভাঙচুর চালানো হয় গ্রাম পঞ্চায়েত অফিসার চেয়ার টেবিল ও কাঁচ ও।

এ ঘটনা পটাশপুর দু’নম্বর ব্লকের খাড় গ্রাম পঞ্চায়েতে। এই অফিস ভাঙচুর চালালো হয় অভিযোগ উঠেছে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধেই। এদিন তৃণমূল সমর্থক সেখ কুলিমুলাহো ও মুস্তাফাপুর দক্ষিণ বুথের সভাপতি মুজিবুর রহমানের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দুষ্কৃতি দল তৃণমূল পরিচালিত খাড় গ্রাম পঞ্চায়েতের ভাঙচুর চালায়। অভিযোগ দুষ্কৃতিরা প্রথমে গ্রাম পঞ্চায়েত অফিসের মধ্যে ঢুকে চেয়ার টেবিল ও কাঁচ ভাঙচুর করে। মারধর করে প্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতিকে। আহত প্রধান ও অঞ্চল সভাপতিকে হাসপাতালে ভর্তি করা হয়।

যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেন মুস্তাফাপুর দক্ষিণ বুথের সভাপতি মুজিবুর রহমান। তিনি বলেন, “আমরা বারবার প্রধানের কাছে উন্নয়নে দাবি জানিয়ে আসছি। আজকে আমরা পিটিশন জমা দিতে গেছিলাম। কিন্তু উল্টে আমাদের এই মারধর করা হয়। নিজেরাই ভাঙচুর করে আমাদের উপর দোষ চাপাচ্ছে।’