Toll Tax Rate Increase: ১ এপ্রিল থেকে টোল ট্যাক্স বাড়াতে চলেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Updated on: Mar 06, 2023 | 4:28 PM

গাড়ি এবং হালকা যানবাহনের ট্যাক্সের পরিমাণ ৫ শতাংশ পর্যন্ত বাড়বে বলে জানা গিয়েছে।ভারী যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্স বাড়তে পারে ১০ শতাংশ।২০২২ সালে, টোল ট্যাক্সের পরিমাণ ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল

১ এপ্রিল থেকে টোল ট্যাক্স বাড়াতে চলেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে টোল ট্যাক্স।গাড়ি এবং হালকা যানবাহনের ট্যাক্সের পরিমাণ ৫ শতাংশ পর্যন্ত বাড়বে বলে জানা গিয়েছে।ভারী যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্স বাড়তে পারে ১০ শতাংশ।২০২২ সালে, টোল ট্যাক্সের পরিমাণ ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল।বর্তমানে, এক্সপ্রেসওয়েগুলিতে কিলোমিটারে প্রতি টোল ট্যাক্স নেওয়া হয় ২.১৯ টাকা।টোল প্লাজার ২০ কিলোমিটার এলাকার মধ্যে বসবাসকারীদের একটি মাসিক পাসের সুবিধা দেওয়া হয়।অ-বাণিজ্যিক ব্যবহারের জন্য নিবন্ধিত গাড়ির মালিকরা প্রতি মাসে ৩১৫ টাকা দিয়ে সংশ্লিষ্ট টোল প্লাজার দিয়ে যতবার খুশি ভ্রমণ করতে পারেন।এই মাসিক পাসের মূল্যও ১০ শতাংশ বৃদ্ধি করা হবে।২০২২-২৩ আর্থিক বছরে জাতীয় মহাসড়কগুলিতে সংগৃহীত টোল ট্যাক্সের মোট পরিমাণ ছিল ৩৩,৮৮১.২২ কোটি টাকা।টোল ট্যাক্স দেওয়ার পদ্ধতি সহজ করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ফাস্টট্যাগ ব্যবস্থা চালু করেছে।২০২২ সালে এই পদ্ধতিতে জাতীয় এবং রাজ্য মহাসড়কগুলি থেকে মোট ৫০,৮৫৫ কোটি টাকা টোল সংগ্রহ হয়েছে।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla