Dhupguri News: দুয়ারে ঘুরে দুয়ারে সরকারেও,তবুও..

Dhupguri News: দুয়ারে ঘুরে দুয়ারে সরকারেও,তবুও..

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 19, 2023 | 7:54 PM

দুয়ারে সরকারে ক্যাম্পে গিয়েও মিলছে না সরকারি প্রকল্পের সুবিধা। হয়রানির শিকার ৮৪ বছর বয়সের বৃদ্ধা। বারবার দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেও সুরাহা হয়নি বার্ধক্য ভাতা। ঘুরতে হচ্ছে পঞ্চায়েত প্রধানের অফিসের দুয়ারে দুয়ারে। ধূপগুড়ি ব্লকের মাগুরমাড়ী ১নং গ্রাম পঞ্চায়েতের বড়জুম্মারপার এলাকার বাসিন্দা।

দুয়ারে সরকারে ক্যাম্পে গিয়েও মিলছে না সরকারি প্রকল্পের সুবিধা। হয়রানির শিকার ৮৪ বছর বয়সের বৃদ্ধা। বারবার দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেও সুরাহা হয়নি বার্ধক্য ভাতা। ঘুরতে হচ্ছে পঞ্চায়েত প্রধানের অফিসের দুয়ারে দুয়ারে। ধূপগুড়ি ব্লকের মাগুরমাড়ী ১নং গ্রাম পঞ্চায়েতের বড়জুম্মারপার এলাকার বাসিন্দা। ৮৪ বছর বয়স অথচ মিলছেনা বার্ধক্য ভাতা। একাধিকবার দুয়ারে সরকার ক্যাম্পে কাগজ নথিভুক্ত করেছেন বৃদ্ধা নবিজান বেওয়া কিন্তু হয়নি কাজ। এমনকি স্থানীয় তৃনমুল পঞ্চায়েত ও অঞ্চলের প্রধানের দুয়ারেও বারবার গিয়েছেন কিন্তু কেউ কথা রাখেনি তাই বাধ্য হয়ে ক্যামেরার সামনে নিজের আক্ষেপের কথা জানালেন উনি। নবিজান বেওয়া বলেন, ৮০ বছর বয়সে স্বামী মারা গিয়েছে তবুও ভাতা হয়নি। পঞ্চায়েত, প্রধানকেও জানিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। আজ আবার দুয়ারে সরকার ক্যাম্পে এসেছি ভাতা এর কাগজ জমা দিতে দেখি কি হয়। অভিযোগ কারীর আত্মীয় মহাবুল আলম বলেন, আমার ঠাকুরকার ৮৪ বছর বয়স হয়েছে কিন্তু ভাতা৯ হয়নি। কয়েকবার দুয়ারে সরকার ক্যাম্পে, পঞ্চায়েতের দপ্তরে এমনকি বিডিও এর দপ্তরেও কাগজ জমা করেছিলাম কিন্তু কোনো কাজ হয়নি। মাগুরমারী ১নং গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শ্রীবাস চন্দ্র রায় বলেন, বিষয়টি আমি জানতাম না। আমি কয়েকদিন হলো প্রধান হিসেবে জয়েন করেছি। এতোদিন কাগজ হয়তো ঠিকঠাক জমা পরেনি তাই হয়নি। আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী দিনে যাতে ওনার ভাতা হয় সেই কাজটাই করবো।